৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঙালির মিষ্টিতেও এবার  ফুটবলের পরশ, হাইভোল্টেজ সেমির আগে  মেসির ক্ষীরের মূর্তি হাওড়ায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 21

 

 

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

 

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

 

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

 

 

 

আইভি আদক, হাওড়া:  রাতেই মহারণ বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। স্বভাবতই গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ম্যাচের দিকে।ফুটবলের সেই হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ এসে পড়েছে বাঙালির মনেও। হাওড়ায় “মা গন্ধেশ্বরী সুইটস” এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে মেসির ক্ষীরের মূর্তি। আর্জেন্টিনার পতাকার রঙে হয়েছে রসগোল্লা, সন্দেশও। বাঙালির মিষ্টিতেও এবার যেন ফুটবলের পরশ। কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের ফলাফল কী হবে তা জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরে দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রিয় দল আবার বিশ্বকাপ জয় করুক।

বাঙালির মিষ্টিতেও এবার  ফুটবলের পরশ, হাইভোল্টেজ সেমির আগে  মেসির ক্ষীরের মূর্তি হাওড়ায়

 

ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তাই আর্জেন্টিনার সমর্থকরা চান মেসি যেন সেমিফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” সেমিফাইনালের আগে বানিয়ে ফেলেছে ক্ষীরের তৈরি মেসির মূর্তি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। মেসি ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। ১৫ কেজি ক্ষীর দিয়ে বানানো হয়েছে এই মূর্তি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঙালির মিষ্টিতেও এবার  ফুটবলের পরশ, হাইভোল্টেজ সেমির আগে  মেসির ক্ষীরের মূর্তি হাওড়ায়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

 

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

 

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

 

 

 

আইভি আদক, হাওড়া:  রাতেই মহারণ বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। স্বভাবতই গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ম্যাচের দিকে।ফুটবলের সেই হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ এসে পড়েছে বাঙালির মনেও। হাওড়ায় “মা গন্ধেশ্বরী সুইটস” এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে মেসির ক্ষীরের মূর্তি। আর্জেন্টিনার পতাকার রঙে হয়েছে রসগোল্লা, সন্দেশও। বাঙালির মিষ্টিতেও এবার যেন ফুটবলের পরশ। কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের ফলাফল কী হবে তা জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরে দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রিয় দল আবার বিশ্বকাপ জয় করুক।

বাঙালির মিষ্টিতেও এবার  ফুটবলের পরশ, হাইভোল্টেজ সেমির আগে  মেসির ক্ষীরের মূর্তি হাওড়ায়

 

ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তাই আর্জেন্টিনার সমর্থকরা চান মেসি যেন সেমিফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” সেমিফাইনালের আগে বানিয়ে ফেলেছে ক্ষীরের তৈরি মেসির মূর্তি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। মেসি ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। ১৫ কেজি ক্ষীর দিয়ে বানানো হয়েছে এই মূর্তি।