যৌন হেনস্থায় ১০ বছর জেল খাটার পর ফের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার বছর ৩২ এক যুবক

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 20
পুবের কলম ওয়েব ডেস্কঃ এক বালককে যৌন হেনস্থার অভিযোগে ১০ বছর জেলে থাকার পরও ফের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ এলাকায়।
উল্লেখ্য, ১০ বছরের এক বালককে যৌন হেনস্থার অভিযোগে সুরজ সিংহ ওরফে বীরেন্দ্র মিশ্রকে গ্রেফতার করে মহারাষ্ট্র থানা পুলিশ। ১০ বছর জেলও খাটে অভিযুক্ত ওই ব্যক্তি। জেল থেকে বের হওয়ার পর , ফের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর। এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে বছর ৩২ এর ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে গত বুধবার সুরজ সিংহ ওরফে বীরেন্দ্র মিশ্র নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে সে।
পুলিশ সুত্রে খবর, রাস্তার পাশে পরিবারের সদস্যের সঙ্গে ঘুমোচ্ছিল ওই নাবালিকা। সেই সময় তাকে তুলে নিয়ে যায় সুরজ, এবং একটি বহুতলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলেই অভিযোগ।তারপর ওই বালিকার গলার নলি কেটে খুন করে ওই ব্যক্তি। বৃহস্পতিবার যুবককে আদালতে হাজির করানো হয়। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ওই যুবককে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।