২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খারাপ আওহাওয়া জেরে ভুবনেশ্বরের বিমান অবতরণ কলকাতায়, যাত্রী ভোগান্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 113

পুবের কলম প্রতিবেদক:  খারাপ আওহাওয়ার জেরে ভুবনেশ্বর থেকে মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করল একটি বিমান। ব্যাহত উড়ান পরিষেবার কবলে যাত্রী ভোগান্তি। রাতভর কলকাতা বিমানবন্দরে আটকে থাকার পর, সোমবার সকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে আকাশে উড়ে যায় ইন্ডিগোর যাত্রীবাহী একটি বিমান।

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে হাফ ছেড়ে বাঁচেন সংশ্লিষ্ট উড়ানের ১৭৯ জন যাত্রী। কলকাতা-দমদম বিমানবন্দর সূত্রে খবর, সোমবার রাতে দেশের বাণিজ্য শহর মুম্বাই থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে আসছিল ইন্ডিগোর ওই বিমানটি। কিন্তু ভুবনেশ্বরে শীতকালীন সময়ে আকাশের খারাপ আবহাওয়া হওয়ার

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

দরুণ সেখানে ওই বিমানটি অবতরণ করতে পারেনি। বিষয়টি নিয়ে ভুবনেশ্বর এয়ার ট্রাফিক কন্ট্রোল গোটা পরিস্থিতির জানান দেয় দমদম বিমানবন্দরের এটিসি কর্তৃপক্ষকে। আবহাওযয়া অবনতি বার্তা পেয়ে দমদম বিমানবন্দরে এটিসি আধিকারিকেরা বিমানটি ভুবনেশ্বরের বদলে কলকাতায় অবতরণের অনুমতি দেন। সেই সবুজ সংকেত মিলতেই সোমবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতায় অবতরণ করে। ওই বিমানের ১৭৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু সারা রাত কলকাতা বিমানবন্দরে আটকে থাকে। এদিন সকাল ন’টা ১৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা থেকে পুনরায় ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায়।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খারাপ আওহাওয়া জেরে ভুবনেশ্বরের বিমান অবতরণ কলকাতায়, যাত্রী ভোগান্তি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  খারাপ আওহাওয়ার জেরে ভুবনেশ্বর থেকে মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করল একটি বিমান। ব্যাহত উড়ান পরিষেবার কবলে যাত্রী ভোগান্তি। রাতভর কলকাতা বিমানবন্দরে আটকে থাকার পর, সোমবার সকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে আকাশে উড়ে যায় ইন্ডিগোর যাত্রীবাহী একটি বিমান।

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে হাফ ছেড়ে বাঁচেন সংশ্লিষ্ট উড়ানের ১৭৯ জন যাত্রী। কলকাতা-দমদম বিমানবন্দর সূত্রে খবর, সোমবার রাতে দেশের বাণিজ্য শহর মুম্বাই থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে আসছিল ইন্ডিগোর ওই বিমানটি। কিন্তু ভুবনেশ্বরে শীতকালীন সময়ে আকাশের খারাপ আবহাওয়া হওয়ার

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

দরুণ সেখানে ওই বিমানটি অবতরণ করতে পারেনি। বিষয়টি নিয়ে ভুবনেশ্বর এয়ার ট্রাফিক কন্ট্রোল গোটা পরিস্থিতির জানান দেয় দমদম বিমানবন্দরের এটিসি কর্তৃপক্ষকে। আবহাওযয়া অবনতি বার্তা পেয়ে দমদম বিমানবন্দরে এটিসি আধিকারিকেরা বিমানটি ভুবনেশ্বরের বদলে কলকাতায় অবতরণের অনুমতি দেন। সেই সবুজ সংকেত মিলতেই সোমবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতায় অবতরণ করে। ওই বিমানের ১৭৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু সারা রাত কলকাতা বিমানবন্দরে আটকে থাকে। এদিন সকাল ন’টা ১৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা থেকে পুনরায় ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায়।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু