০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে ফ্রিতে মদের লাইসেন্স

ইমামা খাতুন
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্কঃ অ্যালকোহলের ব্যক্তিগত লাইসেন্স ফি এবং সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর পুরসভার ৩০ শতাংশ কর উভয়ই তুলে নিল দুবাই। ইতিমধ্যে এ বিষয়ে ১ বছরের ট্রায়াল রান ঘাষণা করেছে দুবাই মিউনিসিপ্যালিটি। এ সময়ের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের জন্য দুবাইয়ে সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয় ট্যাক্সমুক্ত থাকবে।

 

১ জানুয়ারি, ২০২৩ থেকে দুবাইয়ে অ্যালকোহল কেনার যোগ্য বয়সের ব্যক্তিরা ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্স বিনামূল্যে পাবেন। ব্যক্তিগত লাইসেন্স বানাতে কোনও ব্যক্তির বৈধ এমিরেটস পরিচয়পত্র ও পর্যটকদের জন্য পাসপোর্ট প্রয়োজন হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে অ্যালকোহল পানের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ২১।

 

আইন অনুযায়ী, কোনও ব্যক্তি আমিরশাহিতে তাঁর নিজস্ব বাসভবনে অথবা লাইসেন্সপ্রাপ্ত পাবলিক প্লেসে মদ পান করতে পারবেন। সূত্রের খবর, অ্যালকোহলের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়ার পর মদের কোম্পানিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দুবাই সরকার মনে করছে, অ্যালকোহলের ওপর থেকে কর তুলে নেওয়ার মাধ্যমে নতুন বছরে দেশে বিদেশি পর্যটকদের টানা সম্ভব হবে। আর পর্যটকদের আনাগোনা বাড়লে বিভিন্ন খাতসহ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ে ফ্রিতে মদের লাইসেন্স

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ অ্যালকোহলের ব্যক্তিগত লাইসেন্স ফি এবং সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর পুরসভার ৩০ শতাংশ কর উভয়ই তুলে নিল দুবাই। ইতিমধ্যে এ বিষয়ে ১ বছরের ট্রায়াল রান ঘাষণা করেছে দুবাই মিউনিসিপ্যালিটি। এ সময়ের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের জন্য দুবাইয়ে সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয় ট্যাক্সমুক্ত থাকবে।

 

১ জানুয়ারি, ২০২৩ থেকে দুবাইয়ে অ্যালকোহল কেনার যোগ্য বয়সের ব্যক্তিরা ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্স বিনামূল্যে পাবেন। ব্যক্তিগত লাইসেন্স বানাতে কোনও ব্যক্তির বৈধ এমিরেটস পরিচয়পত্র ও পর্যটকদের জন্য পাসপোর্ট প্রয়োজন হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে অ্যালকোহল পানের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ২১।

 

আইন অনুযায়ী, কোনও ব্যক্তি আমিরশাহিতে তাঁর নিজস্ব বাসভবনে অথবা লাইসেন্সপ্রাপ্ত পাবলিক প্লেসে মদ পান করতে পারবেন। সূত্রের খবর, অ্যালকোহলের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়ার পর মদের কোম্পানিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দুবাই সরকার মনে করছে, অ্যালকোহলের ওপর থেকে কর তুলে নেওয়ার মাধ্যমে নতুন বছরে দেশে বিদেশি পর্যটকদের টানা সম্ভব হবে। আর পর্যটকদের আনাগোনা বাড়লে বিভিন্ন খাতসহ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে।