পুবের কলম ওয়েবডেস্কঃ এই মুহূর্তে গোটা আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান। আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন তাদের প্রেসিডেন্ট। তালিবানদের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে অসংখ্য মানুষ। এমন সময়ে ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলছেন রশিদ খান। দেশের জন্য তার মন কাঁদছে। পরিবার এখনও আফগানিস্তানে। তাদেরকে এখনও বর্ডার পার করানো সম্ভব হয়নি। এই দুশ্চিন্তার মধ্যেও রশিদ খান মাঠের খেলায় ভালো করছেন। ট্রেন্ট রকেটসের হয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার অরিজিনালসের কোমর ভেঙে দেন। শেষ পর্যন্ত তাঁর দল জিতেও গিয়েছে। দল জিতলেও দেশের এই কঠিন পরিস্থিতির জন্য রশিদের মন কতটা কাঁদছে, সেটা বোঝা গেল প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের কথায়। তিনি বলেন, ‘রশিদ খেলার মধ্যেও প্রতি মুহূর্তে আফগানিস্তানে থাকা নিজের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। তাঁর পরিবারকে দেশ থেকে বের করা সম্ভব হয়নি।মাঠের সীমানার শেষে দাঁড়িয়ে রশিদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। সে প্রচণ্ড দুশ্চিন্তায় আছে। ওর মাথার মধ্যে এখন অনেক কিছু ঘুরছে। রশিদের পরিবার আফগানিস্তানে আটকা পড়েছে। এখনও তাদের দেশ থেকে আনতে পারেননি রশিদ। মাথার মধ্যে এত দুশ্চিন্তা নিয়েও মাঠে নেমে এরকম পারফরম্যান্স করা রশিদ খানের পক্ষেই সম্ভব।’
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পরিবার আফগানিস্তানে, চিন্তায় রশিদ খান
-
সুস্মিতা - আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার
- 38
ট্যাগ :
Family in Afghanistan
সর্বধিক পাঠিত





































