১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদহ পার্সেল বুকিং কাউন্টারে ভিজিলেন্স হানা, উদ্ধার বিপুল পরিমাণ অর্থ

 

পুবের কলম প্রতিবেদক:হিসাব বহির্ভূত ১ লক্ষ ৬২ হাজার টাকা বুধবার উদ্ধার হল শিয়াদহ পার্সেল বুকিং কাউন্টার থেকে। দীর্ঘদিন ধরেই শিয়ালদহ পার্সেল বুকিং কাউন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা হচ্ছিল পূর্ব রেলের ভিজিলেন্স বিভাগের কাছে।

আরও পড়ুন: নাশকতার ছক! জঙ্গলে হানা দিয়ে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গুঁড়িয়ে দেওয়া হল সন্ত্রাসী ডেরা

পর্বতপ্রমাণ অভিযোগ জমা হওয়ার ফলেই নড়েচড়ে বসে ভিজিলেন্স দফতর। হটাৎ করেই পার্সেল বুকিং কাউন্টারে হানা দেন ভিজিলেন্স কর্তারা। অভিযোগ কাউন্টারে থাকা দুই পার্সেল বুকিং ক্লার্ক অমিত ও কৈরি ওই বিপুল অঙ্কের টাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এরপরই তাদের বুধবারই সিনিয়র ডিসিএমের দফতরে ‘বুকঅফ’ করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!

ভিজিলেন্স আধিকারিকরা জানিয়েছেন পণ্য বুকিংয়ের সময় ওজন যথাযথ দেখানো হয়না। অথচ সব পণ্যের জন্য টাকা নেওয়া হয়। এরপর সেই হিসাব বহির্ভূত অর্থ ভাগ বাঁটোয়ারা হয়ে যায় বলেই দাবি করা হয়েছে।

আরও পড়ুন: বালেশ্বর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের সুরক্ষা ব্যবস্থায় বাড়তি নজরদারি

এতে রেলের আর্থিক ক্ষতির পাশাপাশি বাড়তি পণ্য বেআইনিভাবে তোলায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পূর্ব রেলের ডিআরএম এস পি সিং জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখার পর দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদহ পার্সেল বুকিং কাউন্টারে ভিজিলেন্স হানা, উদ্ধার বিপুল পরিমাণ অর্থ

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

 

পুবের কলম প্রতিবেদক:হিসাব বহির্ভূত ১ লক্ষ ৬২ হাজার টাকা বুধবার উদ্ধার হল শিয়াদহ পার্সেল বুকিং কাউন্টার থেকে। দীর্ঘদিন ধরেই শিয়ালদহ পার্সেল বুকিং কাউন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা হচ্ছিল পূর্ব রেলের ভিজিলেন্স বিভাগের কাছে।

আরও পড়ুন: নাশকতার ছক! জঙ্গলে হানা দিয়ে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গুঁড়িয়ে দেওয়া হল সন্ত্রাসী ডেরা

পর্বতপ্রমাণ অভিযোগ জমা হওয়ার ফলেই নড়েচড়ে বসে ভিজিলেন্স দফতর। হটাৎ করেই পার্সেল বুকিং কাউন্টারে হানা দেন ভিজিলেন্স কর্তারা। অভিযোগ কাউন্টারে থাকা দুই পার্সেল বুকিং ক্লার্ক অমিত ও কৈরি ওই বিপুল অঙ্কের টাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এরপরই তাদের বুধবারই সিনিয়র ডিসিএমের দফতরে ‘বুকঅফ’ করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!

ভিজিলেন্স আধিকারিকরা জানিয়েছেন পণ্য বুকিংয়ের সময় ওজন যথাযথ দেখানো হয়না। অথচ সব পণ্যের জন্য টাকা নেওয়া হয়। এরপর সেই হিসাব বহির্ভূত অর্থ ভাগ বাঁটোয়ারা হয়ে যায় বলেই দাবি করা হয়েছে।

আরও পড়ুন: বালেশ্বর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের সুরক্ষা ব্যবস্থায় বাড়তি নজরদারি

এতে রেলের আর্থিক ক্ষতির পাশাপাশি বাড়তি পণ্য বেআইনিভাবে তোলায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পূর্ব রেলের ডিআরএম এস পি সিং জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখার পর দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।