আরএসএসের অস্ত্র মিছিলের দাবি মেনে নিল তেলেঙ্গানা হাইকোর্ট
ইমামা খাতুন
- আপডেট :
২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক: তেলেঙ্গানা হাইকোর্ট মঙ্গলবার আরএসএসের অস্ত্রমিছিলের দাবি মেনে নিয়েছে। মার্চের ৫ তারিখে ভাইনসা, নির্মল জেলায় এই পদযাত্রা ও অস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হয়েছে এদিন। ৫০০ জনের বেশি সংঘ সদস্য যেন এই মিছিলে অংশ না নেয়, তার নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি, ধর্মীয় স্থান থেকে ৩০০ মিটার দূরে এই মিছিল করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। তবে আরএসএস আদতে এই নির্দেশ মেনে অস্ত্র মিছিল করবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তারা ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজের দিন এই ‘পদসঞ্চালন’ ও ‘শারীরিক প্রদর্শন’ করতে চেয়েছিল। কিন্তু সাম্প্রদায়িক উত্তরজনা ছড়াতে পারে বলে আদালত ওইদিন এর অনুমতি দেয়নি। শবে মিরাজ উপলক্ষ করেই আরএসএস ভাইনসাতে উসকানিমূলক পদযাত্রার আয়োজন করতে চাইছিল বলে মনে করা হয়েছিল। তেলেঙ্গানা হাইকোর্ট এই দাবি পত্রপাঠ খারিজ করে দেয়।
বিজেপির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রথমে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল অস্ত্র মিছিলের জন্য। পুলিশ তা প্রত্যাখ্যান করলে আরএসএস আদালতের শরণাপন্ন হয়েছিল। আসলে এই মিছিলেঅস্ত্র নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করে আরএসএস।
তাই তেলেঙ্গানা প্রশাসন তাতে অনুমতি দিতে রাজি হয়নি। এই অঞ্চলে হিন্দু-মুসলিম জনসংখ্যা প্রায় সমান সমান। সেখানে আরএসএসের এই অস্ত্রমিছিলের পিছনে কোনও ভালো উদ্দেশ্য নেই বলে মনে করছে ওয়াকিফহাল মহল। তবে আদালত শেষমেষ তাতে সিলমোহর দিল।