একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, আজ থেকেই কার্যকর

- আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের একধাক্কাতে বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ল। মঙ্গলবার রাত থেকে ফের মধ্যবিত্তের মাথাব্যথার কারণ বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। অপরদিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু ২৪ টাকা করে বাড়ানো হয়েছে। বুধবার, ১ মার্চ থেকে এই নয়া দাম কার্যকর হবে। কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা, বুধবার থেকে দাম হবে ১ হাজার ১২৯ টাকা।
দিল্লিতে রান্নার গ্যাসের দাম ছিল ১০৫৩ টাকা, বুধবার থেকে এই দাম হবে ১ হাজার ১০৩ টাকা। মুম্বইতে দাম ছিল ১০৫২ টাকা ৫০ পয়সা, দাম বেড়ে হল ১১০২ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে দাম ছিল ১০৬৮ টাকা ৫০ পয়সা, বেড়ে হল ১১১৮ টাকা ৫০ পয়সা। পাশাপাশি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩৫০ টাকা ৫০ পয়সা। প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল।
গত বছর জুলাইয়ে শেষবার দাম বেড়েছিল গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ল, তাতে এবার সাধারণ মানুষের আশঙ্কা, অনেকদিন পর এবার পেট্রল-ডিজেলেরও দাম বাড়তে চলেছে।
বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল। তবে এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। পাশাপাশি বাড়ানো হয়েছে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ানোয়, নতুন দাম হচ্ছে ১১২৯ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এই সিলিন্ডার কিনতে আগে খরচ হত ১০৭৯ টাকা।