২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিরাট’ অপেক্ষার পরে টেস্টে শতরান কোহলির

ইমামা খাতুন
  • আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার
  • / 111

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সমালোচকদের মুখে ঝামা ঘষে টেস্ট ক্রিকেটে ফের শতরানের দেখা পেলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আহমদাবাদে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টে রবিবার ২৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার। ২০১৯ সালের ২৩ নভেম্বরে ইডেন গার্ডেন্সের পর এদিন আহমদবাদে পেলেন স্বপ্নের সেঞ্চুরি।

মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। মধ্যিখানে সীমিত ওভার ক্রিকেট সিরিজে তিনি সেঞ্চুরি পেলেও টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি এল এতদিন পর। তাও আবার দেশের মাটিতে ৫০ – তম টেস্ট খেলতে নেমে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ – তম শতরান করে ফেললেন বিরাট।

দীর্ঘ সময় পর টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েও কোহলি ছিলেন একেবারে নির্লিপ্ত। মুখে একগাল হাসি নিয়ে তাঁর সেলিব্রেশন ছিল খুব সাদামাটা। নাথান লিও-র বলে এক রান নিতেই গোটা আহমদাবাদ স্টেডিয়ামে তখন আলাদা একটা উৎসবে মেতে উঠেছে। নিজের ভক্ত, কাছের মানুষদের উদ্দেশ্যে বিরাট ব্যাট দেখিয়ে, দুটি গ্লাভস খুলে মাটিতে রাখলেন। এরপর গলা থেকে পছন্দের হার বের করে তার লকেটে চুমু বসিয়ে দিলেন। দীর্ঘ সংগ্রামের পর বিরাটকে যেন আজ দৃশ্যতই চাপমুক্ত দেখাচ্ছিল।

আগের দিন ব্যাট হাতে ক্রীজে জমে গিয়ে সেঞ্চুরি তুলে নেওয়া শুভমান আউট হওয়ার পরে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন কোহলি। ১০৮- তম টেস্ট খেলতে নামা বিরাট জানেন, কি ভাবে সেই দায়িত্ব পালন করতে হয়। বিরাট যখন শতরান করলেন তখন ক্রিজে তাঁর সঙ্গী এই সিরিজে অভিষেক হওয়া কে এস ভারত। শতরান পূর্ণ করার পরে স্টেডিয়ামে উপস্থিত সব দর্শক, সাজঘরে সতীর্থ,কোচিং স্টাফরা সবাই উঠে দাঁড়িয়ে বিরাটকে অভিনন্দন জানান। এরপর সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ঘিরে বন্দনা চলছে সারা বিশ্বজুড়ে।

 

আরও পড়ুন: মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিরাট’ অপেক্ষার পরে টেস্টে শতরান কোহলির

আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সমালোচকদের মুখে ঝামা ঘষে টেস্ট ক্রিকেটে ফের শতরানের দেখা পেলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আহমদাবাদে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টে রবিবার ২৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার। ২০১৯ সালের ২৩ নভেম্বরে ইডেন গার্ডেন্সের পর এদিন আহমদবাদে পেলেন স্বপ্নের সেঞ্চুরি।

মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। মধ্যিখানে সীমিত ওভার ক্রিকেট সিরিজে তিনি সেঞ্চুরি পেলেও টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি এল এতদিন পর। তাও আবার দেশের মাটিতে ৫০ – তম টেস্ট খেলতে নেমে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ – তম শতরান করে ফেললেন বিরাট।

দীর্ঘ সময় পর টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েও কোহলি ছিলেন একেবারে নির্লিপ্ত। মুখে একগাল হাসি নিয়ে তাঁর সেলিব্রেশন ছিল খুব সাদামাটা। নাথান লিও-র বলে এক রান নিতেই গোটা আহমদাবাদ স্টেডিয়ামে তখন আলাদা একটা উৎসবে মেতে উঠেছে। নিজের ভক্ত, কাছের মানুষদের উদ্দেশ্যে বিরাট ব্যাট দেখিয়ে, দুটি গ্লাভস খুলে মাটিতে রাখলেন। এরপর গলা থেকে পছন্দের হার বের করে তার লকেটে চুমু বসিয়ে দিলেন। দীর্ঘ সংগ্রামের পর বিরাটকে যেন আজ দৃশ্যতই চাপমুক্ত দেখাচ্ছিল।

আগের দিন ব্যাট হাতে ক্রীজে জমে গিয়ে সেঞ্চুরি তুলে নেওয়া শুভমান আউট হওয়ার পরে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন কোহলি। ১০৮- তম টেস্ট খেলতে নামা বিরাট জানেন, কি ভাবে সেই দায়িত্ব পালন করতে হয়। বিরাট যখন শতরান করলেন তখন ক্রিজে তাঁর সঙ্গী এই সিরিজে অভিষেক হওয়া কে এস ভারত। শতরান পূর্ণ করার পরে স্টেডিয়ামে উপস্থিত সব দর্শক, সাজঘরে সতীর্থ,কোচিং স্টাফরা সবাই উঠে দাঁড়িয়ে বিরাটকে অভিনন্দন জানান। এরপর সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ঘিরে বন্দনা চলছে সারা বিশ্বজুড়ে।

 

আরও পড়ুন: মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ