২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানশাসিত কাশ্মীরে তীর্থযাত্রীদের জন্য করিডোর খোলা হবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার কাশ্মীরের কুপওয়ারা জেলার তেতওয়ালে শারদা দেবী মন্দির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্দিরটি এলওসি বরাবর কিষাণগঙ্গা নদীর ধারে নির্মাণ করা হয়েছে।

২০২১ সালে স্থানীয় মুসলমান পরিবারের পক্ষ থেকে মন্দির নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হয়। ওই জমিতেই গড়ে ওঠে শারদা দেবী মন্দির।

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

অমিত শাহ এদিন বলেন,পঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা দেবী মন্দিরের কাছে একটি করিডোর খোলার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। যাতে দু’দেশের তীর্থযাত্রীরা নির্বিঘ্নে মন্দির দর্শনের জন্য আসতে পারেন।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

তবে ভারতকে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি নিতে হবে এবং জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা পুনরায় খুলতে হবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বারাবরই তিক্ত। ২০১৯ এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেওয়ার পর দু’দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। এই করিডোরটি চালু করতে পারলে দু’দেশের মধ্যে তিক্ততা কমতে পারে বলে আশাবাদী অনেকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানশাসিত কাশ্মীরে তীর্থযাত্রীদের জন্য করিডোর খোলা হবে

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার কাশ্মীরের কুপওয়ারা জেলার তেতওয়ালে শারদা দেবী মন্দির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্দিরটি এলওসি বরাবর কিষাণগঙ্গা নদীর ধারে নির্মাণ করা হয়েছে।

২০২১ সালে স্থানীয় মুসলমান পরিবারের পক্ষ থেকে মন্দির নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হয়। ওই জমিতেই গড়ে ওঠে শারদা দেবী মন্দির।

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

অমিত শাহ এদিন বলেন,পঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা দেবী মন্দিরের কাছে একটি করিডোর খোলার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। যাতে দু’দেশের তীর্থযাত্রীরা নির্বিঘ্নে মন্দির দর্শনের জন্য আসতে পারেন।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

তবে ভারতকে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি নিতে হবে এবং জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা পুনরায় খুলতে হবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বারাবরই তিক্ত। ২০১৯ এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেওয়ার পর দু’দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। এই করিডোরটি চালু করতে পারলে দু’দেশের মধ্যে তিক্ততা কমতে পারে বলে আশাবাদী অনেকে।