১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা সংস্কৃতি নয়’, রিষড়াকাণ্ডে দিঘা থেকে বিজেপিকে ম্যারাথন তোপ মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিঘার প্রশাসনিক বৈঠক থেকে রিষড়ার ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে ম্যারাথন তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ সবাইকে চলতে চায়। মমতা বলেন, মিছিলে বন্দুক নিয়ে নাচ-গান করছে। সিপিএমও আগে এইরকম কাজ করত। বিজেপি সারাক্ষণ হিংসা ছড়িয়ে যাচ্ছে। সিপিএম হার্মাদরা আজ বিজেপির ওস্তাদ হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যে ধর্মের নামে গুণ্ডামি হয়, তাকে আমি ধর্ম বলে মনে করি না। যারা অশান্তি, হিংসা ছড়ায় তাদের কোনও ধর্ম নেই। এরা বিজেপির গুণ্ডা। ক্রিমিন্যালদের নিয়ে হিংসা ছড়ানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমাকে এই নন্দীগ্রামেই প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমার পা গাড়ির সঙ্গে চেপে দেওয়া হয়েছে। আমার সেই সময় হার্ট অ্যাটাক হতে পারত, আমি তড়িঘড়ি কলকাতা যাই। তবুও আমাকে নির্বাচনী প্রচারে আটকানো হবে ভেবেছিল। কিন্তু ওরা জানে না, ‘ওরা বুনো ওল হলে আমি কচু’। নন্দীগ্রামে যে কটা সিট পেয়েছে, তাও লুট করা হয়েছে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

মমতাকে তাড়ানো যাবে না। নাম না করে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, এক বছরের মধ্যে বিদায় নেবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিবিআই-ইডিকে নিয়ে বড় বড় কথা বলছে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

যারা বাংলার নামে বদনাম করে, যারা বাংলা আর্থিকভাবে বঞ্চিত করে, তাদের বাংলায় থাকার কোনও অধিকার নেই।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

দাঙ্গা রুখতে সকলকে একজোট আহ্বান হওয়ার বার্তা মমতার।

সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা সংস্কৃতি নয়’, রিষড়াকাণ্ডে দিঘা থেকে বিজেপিকে ম্যারাথন তোপ মমতার

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিঘার প্রশাসনিক বৈঠক থেকে রিষড়ার ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে ম্যারাথন তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ সবাইকে চলতে চায়। মমতা বলেন, মিছিলে বন্দুক নিয়ে নাচ-গান করছে। সিপিএমও আগে এইরকম কাজ করত। বিজেপি সারাক্ষণ হিংসা ছড়িয়ে যাচ্ছে। সিপিএম হার্মাদরা আজ বিজেপির ওস্তাদ হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যে ধর্মের নামে গুণ্ডামি হয়, তাকে আমি ধর্ম বলে মনে করি না। যারা অশান্তি, হিংসা ছড়ায় তাদের কোনও ধর্ম নেই। এরা বিজেপির গুণ্ডা। ক্রিমিন্যালদের নিয়ে হিংসা ছড়ানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমাকে এই নন্দীগ্রামেই প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমার পা গাড়ির সঙ্গে চেপে দেওয়া হয়েছে। আমার সেই সময় হার্ট অ্যাটাক হতে পারত, আমি তড়িঘড়ি কলকাতা যাই। তবুও আমাকে নির্বাচনী প্রচারে আটকানো হবে ভেবেছিল। কিন্তু ওরা জানে না, ‘ওরা বুনো ওল হলে আমি কচু’। নন্দীগ্রামে যে কটা সিট পেয়েছে, তাও লুট করা হয়েছে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

মমতাকে তাড়ানো যাবে না। নাম না করে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, এক বছরের মধ্যে বিদায় নেবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিবিআই-ইডিকে নিয়ে বড় বড় কথা বলছে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

যারা বাংলার নামে বদনাম করে, যারা বাংলা আর্থিকভাবে বঞ্চিত করে, তাদের বাংলায় থাকার কোনও অধিকার নেই।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

দাঙ্গা রুখতে সকলকে একজোট আহ্বান হওয়ার বার্তা মমতার।