১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোদির সঙ্গে সুনাকের আলোচনায় স্থান পেল খালিস্তানি হামলা সহ ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 94

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনালাপে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় ভারতীয় দূতাবাসে তেরঙ্গা ঘিরে খালিস্তানি হামলা সহ, দুই দেশের মধ্যে বাণিজ্য সমেত একাধিক বিষয় স্থান পেয়েছে। ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ করার বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে কথা হয়েছে বলে জানা গেছে। হাই কমিশনে হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করেছেন বলে খবর।

জি২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব কালে ব্রিটেন সর্বতো ভাবে ভারতের পাশে থাকবে বলেও মোদিকে আশ্বস্ত করেছেন ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত সুনককে বৈশাখী উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে দুই দেশের রাষ্ট্রনায়কের ফোনালাপে আলাপচারিতা বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
ট্যুইটে মোদি জানিয়েছেন ‘ আমরা ভারত বিরোধীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া এবং ইউকেতে ভারতীয় কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছি।’ ট্যুইটে মোদির আরও সংযোজন, ‘আমরা অর্থনৈতিক অপরাধীদের বিষয়েও আলোচনা করেছি।’

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

ফলে খালিস্তানিদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে যে লন্ডন ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট হয়েছে।’

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির সঙ্গে সুনাকের আলোচনায় স্থান পেল খালিস্তানি হামলা সহ ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনালাপে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় ভারতীয় দূতাবাসে তেরঙ্গা ঘিরে খালিস্তানি হামলা সহ, দুই দেশের মধ্যে বাণিজ্য সমেত একাধিক বিষয় স্থান পেয়েছে। ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ করার বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে কথা হয়েছে বলে জানা গেছে। হাই কমিশনে হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করেছেন বলে খবর।

জি২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব কালে ব্রিটেন সর্বতো ভাবে ভারতের পাশে থাকবে বলেও মোদিকে আশ্বস্ত করেছেন ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত সুনককে বৈশাখী উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে দুই দেশের রাষ্ট্রনায়কের ফোনালাপে আলাপচারিতা বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
ট্যুইটে মোদি জানিয়েছেন ‘ আমরা ভারত বিরোধীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া এবং ইউকেতে ভারতীয় কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছি।’ ট্যুইটে মোদির আরও সংযোজন, ‘আমরা অর্থনৈতিক অপরাধীদের বিষয়েও আলোচনা করেছি।’

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

ফলে খালিস্তানিদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে যে লন্ডন ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট হয়েছে।’

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল