০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘খোলা হাওয়া’য় মাতবেন অমিত শাহ, মিটবে গোষ্ঠী কাজিয়া? প্রশ্ন বঙ্গ–রাজনীতিতে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
  • / 39

পুবের কলম প্রতিবেদক: আগেই ঠিক হয়েছিল রবীন্দ্রজয়ন্তীতে শহরে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পূর্ব নির্ধারিত সেই সূচি মেনে রবীন্দ্রজয়ন্তীর আগের রাতে শহরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান। সেখানে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেন।

এছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সবচেয়ে বড় কথা খোলা হাওয়া নামে একটি সংগঠনের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সায়েন্স সিটিতে বিকালে যে অনুষ্ঠান হবে তার প্রধান বক্তা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বঙ্গ–বিজেপির যুযুধান সব গোষ্ঠীর নেতারা।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

এ নিয়েই অনেকেই প্রশ্ন তুলছেন, অমিত শাহ মেলাতে পারবেন সবাইকে? আজ, ২৫ বৈশাখে ‘খোলা হাওয়া’র অনুষ্ঠানে শিল্পী হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তনুশ্রী শংকরের নাচ রয়েছে। কবিতা বা গানে গানে থাকবেন সোমলতা আচার্য-মেধা বন্দ্যোপাধ্যায়রা। এ দিকে বিজেপি নেতাদের সবার কাছেই বড় প্রশ্ন কী বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই যেহেতু মূল বক্তা ফলে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন: ১৭ বছর পর শুরু হচ্ছে জনগণনা, জারি বিজ্ঞপ্তি, হবে জাতভিত্তিক গণনাও

‘খোলা হাওয়া’র সভাপতি স্বপন দাশগুপ্ত আর আহ্বায়ক দলেরই নেতা শঙ্কুদেব পণ্ডা। অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, লকেট চট্টোপাধ্যায়, ডঃ সুভাষ সরকার, শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: ২৯ মে উত্তরবঙ্গ সফরে মোদি, ১ জুন বঙ্গ সফরে অমিত শাহ

শোনা যাচ্ছে দলের মধ্যে যাতে ফাটল ধরা না পড়ে সেদিকে নজর দিতে নির্দেশ রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের তরফে। শেষ পর্যন্ত এই মিলন ধরে রাখা যাবে, নাকি সাংগঠনিক দূর্বলতা ফুটে উঠবে সেদিকেই নজর বিরোধীদের। জানা গিয়েছে, রাজনীতিমুক্ত করতে অনুষ্ঠানে ‘রাম’কে ব্রাত্য রাখার বার্তাও দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘খোলা হাওয়া’য় মাতবেন অমিত শাহ, মিটবে গোষ্ঠী কাজিয়া? প্রশ্ন বঙ্গ–রাজনীতিতে

আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: আগেই ঠিক হয়েছিল রবীন্দ্রজয়ন্তীতে শহরে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পূর্ব নির্ধারিত সেই সূচি মেনে রবীন্দ্রজয়ন্তীর আগের রাতে শহরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান। সেখানে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেন।

এছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সবচেয়ে বড় কথা খোলা হাওয়া নামে একটি সংগঠনের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সায়েন্স সিটিতে বিকালে যে অনুষ্ঠান হবে তার প্রধান বক্তা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বঙ্গ–বিজেপির যুযুধান সব গোষ্ঠীর নেতারা।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

এ নিয়েই অনেকেই প্রশ্ন তুলছেন, অমিত শাহ মেলাতে পারবেন সবাইকে? আজ, ২৫ বৈশাখে ‘খোলা হাওয়া’র অনুষ্ঠানে শিল্পী হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তনুশ্রী শংকরের নাচ রয়েছে। কবিতা বা গানে গানে থাকবেন সোমলতা আচার্য-মেধা বন্দ্যোপাধ্যায়রা। এ দিকে বিজেপি নেতাদের সবার কাছেই বড় প্রশ্ন কী বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই যেহেতু মূল বক্তা ফলে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন: ১৭ বছর পর শুরু হচ্ছে জনগণনা, জারি বিজ্ঞপ্তি, হবে জাতভিত্তিক গণনাও

‘খোলা হাওয়া’র সভাপতি স্বপন দাশগুপ্ত আর আহ্বায়ক দলেরই নেতা শঙ্কুদেব পণ্ডা। অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, লকেট চট্টোপাধ্যায়, ডঃ সুভাষ সরকার, শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: ২৯ মে উত্তরবঙ্গ সফরে মোদি, ১ জুন বঙ্গ সফরে অমিত শাহ

শোনা যাচ্ছে দলের মধ্যে যাতে ফাটল ধরা না পড়ে সেদিকে নজর দিতে নির্দেশ রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের তরফে। শেষ পর্যন্ত এই মিলন ধরে রাখা যাবে, নাকি সাংগঠনিক দূর্বলতা ফুটে উঠবে সেদিকেই নজর বিরোধীদের। জানা গিয়েছে, রাজনীতিমুক্ত করতে অনুষ্ঠানে ‘রাম’কে ব্রাত্য রাখার বার্তাও দেওয়া হয়েছে।