ক্ষমতায় ফিরলে মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপাবেন ট্রাম্প
ইমামা খাতুন
- আপডেট :
১২ মে ২০২৩, শুক্রবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৪ সালে পুনঃনির্বাচিত হলে মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন এই প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, তিনি যদি ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হন তবে তার কুখ্যাত ‘মুসলিম নিষেধাজ্ঞা’ পুনর্বহাল করার পরিকল্পনা করছেন। ট্রাম্প এই নীতিটিকে ‘সুন্দর’ বলে অভিহিত করেছেন। তবে এবার আরও কিছু মুসলিম দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ২০১৫ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরে তিনি সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। মার্কিন ফেডারেল কোর্ট প্রাথমিকভাবে এই আদেশ খারিজ করে দেয়। কিন্তু ২০১৮ সালে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞার পরবর্তী সংশোধন অনুমোদন করে। পরবর্তীতে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তার প্রথম নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্পের এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করেন।