ব্রেকিং: হজ যাত্রীদের জন্য দারুণ খবর! এবার ভারত থেকে ট্রেনে যাওয়া যাবে মক্কায়?

- আপডেট : ২৩ মে ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্কঃ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। মুসলিম উম্মাহর ঐক্য-ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ চতুর্থ। প্রতিবছরই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ হজ করতে সউদি আরবে রওনা দেন। ব্যতিক্রম নয় ভারতও। তবে সেটা খুবই ব্যয়বহুল। তাই নতুন পরিকল্পনা করতে চলেছে মোদি সরকার। কমখরচে যাতে হজ যাত্রা করা যায় তার জন্য ট্রেন চালু করার কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর।
জানা গেছে, ভারত থেকে সউদি আরবের সরাসরি ট্রেন পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। বর্তমানে বিমানে করেই মক্কায় যায় হজযাত্রী। যা অনেকটাই ব্যয়বহুল। সেই কারণে ইচ্ছা থাকলেও অনেকে হজে যেতে পারেন না। তাই খরচ লঘু করতে মক্কা থেক সোজা ভারত পর্যন্ত ট্রেন চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং সউদি আরব মিলিতভাবে দীর্ঘ আলোচনার পর এই পরিকল্পনা করেছে। এই আলোচনার লক্ষ্য ছিল পরিবহণ সংযোগ উন্নত করা এবং জড়িত দেশগুলির মধ্যে সংযোগ বাড়ানো। খুব স্বাভাবিকভাবেই দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য এটি খুশির খবর।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বুলেট ট্রেন সহ একাধিক দেশে যেভাবে দ্রুত গতির ট্রেন চলাচল করে থাকে সেরকমই ট্রেন পরিষেবা এই রুটে চালু করা হবে বলে আলোচনা চলছে। সেই মত অত্যাধুনিক প্রযুক্তিতে ট্রেন পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। দ্রুত গতির ট্রেন পরিষেবার পাশাপাশি খরচের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবছর হজ যাত্রীর সময় বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। মোটা টাকা খরচ করে হজ যাত্রা করতে হয়। ভারতে সেকারণে মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রা করতে পারেন না। সেকারণে ট্রেন যাত্রা যাতে খরচ নিয়ন্ত্রিত এবং সাধ্যের মধ্যে থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সেই সঙ্গে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ এবং পরিচ্ছন্নতার কথাও মাথায় রাখতে হবে। কারণ দ্রুত গতির ট্রেন হলেও ভারত থেকে মক্কা এক দিনে পৌঁছনো যাবে না। যাতে মাঝ পথে কোথাও যাত্রীরা হল্ট করে বিশ্রাম নিতে পারেন সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে।
কোন পথে যাবে ট্রেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। পাকিস্তান দিয়ে ট্রেন পথ তৈরি করতে হবে। বালুচিস্তান, জাগোরাস পর্বত, ইরানের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে ট্রেন। তার উপরে আবহাওয়ার বদল একটা বড় চ্যালেঞ্জ। একাধিক দেশের সীমান্ত পেরিয়ে যাবে রেলপথ সেক্ষেত্রে হজ যাত্রীদের নিরাপত্তার দিকটিএও খতিয়ে দেখতে হবে।