০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের সন্তানদের নিখরচায় পড়াতে চান বীরু

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুর্ঘটনার এই বিভীষিকা বেদনার্ত করেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ এমনকি ক্রীড়াবিদদেরও। বিরাট কোহলি থেকে যুবরাজ সিং কিংবা হরভজন, প্রত্যেকেই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু বীরেন্দ্র শেহওবাগ যা করেছেন, তা হৃদয় ছুঁয়ে যায়। আগেই টুইট করে সেহওয়াগ জানিয়েছিলেন,’দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আহত যারা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’ এবার তিনি আরো এক মহানুভবতার কাজ করলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সন্তানদের নিজের আন্তর্জাতিক স্কুলে নিখরচায় পড়াশুনা করার আহ্বান জানালেন। বোর্ডিংয়ে রেখে এই সন্তানদের পড়াশোনা শিখিয়ে মানুষ করে তুলতে চান বীরেন্দ্র শেহওয়াগ। তিনি তার টুইট বার্তায় জানিয়েছেন,’যারা চলে গেলেন, তাদের জন্য তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেই সন্তানরা, যারা অভিভাবকহীন হয়ে গেল তাদের জন্য কিছু করতে মন বড় ব্যাকুল হয়ে উঠেছে। এদেরকে শেহওয়াগ আন্তর্জাতিক স্কুলে নিখরচায় পড়াতে চাই।’

বিরুর এহেন মনোভাব পোষনে বহু মানুষ মুগ্ধ হয়েছেন। সেহওয়াগের এমন কাজে আপ্লুত হয়ে বহু মানুষ তার স্বপক্ষে টুইটও করেছেন। কেউ লিখেছেন, ‘দুর্ঘটনাগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আপনি যেভাবে ভেবেছেন এমনভাবে কেউ ভাবতে পারবেনা । ‘ কেউ আবার লিখেছেন,’ বীরেন্দ্র শেহওবাগ, আপনার এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। ‘

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জেলবন্দী উমর খালিদকে চিঠি লিখলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের সন্তানদের নিখরচায় পড়াতে চান বীরু

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুর্ঘটনার এই বিভীষিকা বেদনার্ত করেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ এমনকি ক্রীড়াবিদদেরও। বিরাট কোহলি থেকে যুবরাজ সিং কিংবা হরভজন, প্রত্যেকেই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু বীরেন্দ্র শেহওবাগ যা করেছেন, তা হৃদয় ছুঁয়ে যায়। আগেই টুইট করে সেহওয়াগ জানিয়েছিলেন,’দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আহত যারা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’ এবার তিনি আরো এক মহানুভবতার কাজ করলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সন্তানদের নিজের আন্তর্জাতিক স্কুলে নিখরচায় পড়াশুনা করার আহ্বান জানালেন। বোর্ডিংয়ে রেখে এই সন্তানদের পড়াশোনা শিখিয়ে মানুষ করে তুলতে চান বীরেন্দ্র শেহওয়াগ। তিনি তার টুইট বার্তায় জানিয়েছেন,’যারা চলে গেলেন, তাদের জন্য তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেই সন্তানরা, যারা অভিভাবকহীন হয়ে গেল তাদের জন্য কিছু করতে মন বড় ব্যাকুল হয়ে উঠেছে। এদেরকে শেহওয়াগ আন্তর্জাতিক স্কুলে নিখরচায় পড়াতে চাই।’

বিরুর এহেন মনোভাব পোষনে বহু মানুষ মুগ্ধ হয়েছেন। সেহওয়াগের এমন কাজে আপ্লুত হয়ে বহু মানুষ তার স্বপক্ষে টুইটও করেছেন। কেউ লিখেছেন, ‘দুর্ঘটনাগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আপনি যেভাবে ভেবেছেন এমনভাবে কেউ ভাবতে পারবেনা । ‘ কেউ আবার লিখেছেন,’ বীরেন্দ্র শেহওবাগ, আপনার এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। ‘