২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার
  • / 24

পারিজাত মোল্লা:  ফের মামলার বেড়াজালে রাজ্য নির্বাচন কমিশন। তবে এবার মামলা খোদ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। গত ৭ জুন রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় রাজ্য সরকারের তরফে। পরে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কমিশনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন জনৈক নবেন্দু বন্দ্যোপাধ্যায়।

গত ৭ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানান। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার বলে জানা গেছে।

আরও পড়ুন: আদালত অবমাননা মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন। এই পরিস্থিতিতে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মামলাকারীর দাবি, রাজ্যপাল যদি রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান, তাহলে ওই পদে রাজীব সিনহার থাকারই কথা নয়। কারণ, আইনত ওই পদে কারও নিয়োগই হয়নি বলে ধরা উচিত।

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগ বৈধ,  জানালো হাইকোর্ট

আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা শুনে কী নির্দেশ দেয়, সেটার দিকে তাকিয়ে রাজ্যবাসী। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছে । এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে আদালতে।

আরও পড়ুন: বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ ৬ জুলাই পর্যন্ত

বারবার আদালতের নির্দেশ পালন না করার জন্য হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সন্ত্রাসের অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও বারবার নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থা বলে উল্লেখ করেছে। সেই মোতাবেক কাজ করতে বলেছে। সব মিলিয়ে এই জনস্বার্থ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা রুজু

আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা:  ফের মামলার বেড়াজালে রাজ্য নির্বাচন কমিশন। তবে এবার মামলা খোদ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। গত ৭ জুন রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় রাজ্য সরকারের তরফে। পরে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কমিশনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন জনৈক নবেন্দু বন্দ্যোপাধ্যায়।

গত ৭ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানান। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার বলে জানা গেছে।

আরও পড়ুন: আদালত অবমাননা মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন। এই পরিস্থিতিতে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মামলাকারীর দাবি, রাজ্যপাল যদি রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান, তাহলে ওই পদে রাজীব সিনহার থাকারই কথা নয়। কারণ, আইনত ওই পদে কারও নিয়োগই হয়নি বলে ধরা উচিত।

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগ বৈধ,  জানালো হাইকোর্ট

আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা শুনে কী নির্দেশ দেয়, সেটার দিকে তাকিয়ে রাজ্যবাসী। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছে । এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে আদালতে।

আরও পড়ুন: বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ ৬ জুলাই পর্যন্ত

বারবার আদালতের নির্দেশ পালন না করার জন্য হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সন্ত্রাসের অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও বারবার নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থা বলে উল্লেখ করেছে। সেই মোতাবেক কাজ করতে বলেছে। সব মিলিয়ে এই জনস্বার্থ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।