ইউরো কাপের গ্রুপ বিন্যাসে চমক

- আপডেট : ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার
- / 35
পুবের কলম, ওয়েবডেস্ক: সামনেই ইউরো কাপ। ২০২৪ সালের ইউরো কাপ আয়োজিত হবে জার্মানিতে। গতবার ইউরোকাপের আসর বসেছিল ইউরোপের বারোটি শহরে। কোন একটি বিশেষ দেশে সেই ইউরো কাপ আয়োজিত হয়নি। এবার একটি দেশেই আয়োজিত হবে ইউরো কাপ। জার্মানির হামবুর্গ শহরে সেই ইউরো কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস করলেন উয়েফার ডিরেক্টর অফ কম্পিটিশনস জর্জিয়া মারচেত্তি। উপস্থিত ছিলেন ডেভিড সিলভা। মোট ছটি গ্রুপে প্রতিযোগিতাকে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। মোট ২৪টি দল এবারের ইউরোতে খেলবে। যার মধ্যে ২১ টি দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি তিনটি দল উঠবে প্লে অফ থেকে।
আয়োজক জার্মানি থাকছে গ্রুপ এ তে। তাদের সঙ্গে রয়েছে হাঙ্গেরি, স্কটল্যান্ড এবং সুইজারল্যান্ড। গ্রুপ বি তে রয়েছে বিশ্বজয়ী স্পেন, সঙ্গে আলবানিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালি। হ্যারি কেনদের ইংল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক স্লোভেনিয়া এবং সার্বিয়া। গ্রুপ ডি, অনেকটাই গ্রুপ অফ ডেথ। সেখানে ফ্রান্সের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং প্লে অফ ‘এ’ জয়ী দল।
লুকাকুদের বেলজিয়াম রয়েছে গ্রুপ ই তে। তাদের সঙ্গে রয়েছে রোমানিয়া স্লোভাকিয়া এবং প্লে অফ ‘বি’ জয়ী দল। এবারের ইউরো কাপের গ্রুপ এফ ও বেশ কঠিন। এই গ্রুপে পর্তুগাল, তুরস্কের সঙ্গে রয়েছে চেক প্রজাতন্ত্র। প্লে অফ জয়ী ‘সি’ দল খেলবে গ্রুপ এফে। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ই জুন থেকে ১৪ই জুলাই, এক মাস ব্যাপী আয়োজিত হবে ইউরো কাপের আসর। বার্লিনে ১৪ই জুলাই হবে ফাইনাল। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই প্লে অফ থেকে তিনটি দল ইউরো কাপের জন্য নিশ্চিত হয়ে যাবে।