পুবের কলম ওয়েব ডেস্ক: বাবা – মা এর বচসা প্রাণ কাড়ল এক খুদের। দম্পত্তির বিবাদের খেসারত দিতে হলো দেড় বছরের শিশুকন্যাকে।
উল্লেখ্য, নিজের দেড় বছরের শিশু কন্যাকে পুকুরে ছুড়ে , মেরে ফেলার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনাটি মহারাষ্ট্রের জালনার নিধিনা গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার পরিজন ও স্থানীয় এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জগন্নাথ ঢাকন নামক অভিযুক্তের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা বাধে। সেই সময় পাশের ঘরেই ঘুমাচ্ছিল তাদের দেড় বছরের শিশু কন্যা।ঝগড়ার পরই শিশুকন্যাকে পুকুরে ছুড়ে দেন ওই যুবক বলেই খবর। তবে এই বিষয়ে জানতেও পারেন নি শিশুর জন্মদাত্রী মা। পরে শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে তার বাবা মা। দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে নিকটবর্তী চন্দনজিরা থানায় শিশুকন্যাকে অপহরণের মামলা রুজু করা হয়।আর তদন্তে নেমে উঠে আসে অন্য আর এক ঘটনা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত যুবক জগন্নাথ ঢাকনেকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, কাজের সুত্রে ঔরঙ্গাবাদ থেকে দু’মাস আগে সপরিবারে জালনাতে যান বছর ৩০ এর ওই যুবক। এদিন ঝামেলার পরেই রাগের বশে মর্মান্তিক ঘটনাটি ঘটায় ওই যুবক।




























