১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটকে ছুঁয়ে বাবরের নয়া নজির

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
  • / 22

পুবের কলম ওয়েব ডেস্ক: আরও একটা মাইলস্টোন ছুঁলেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। এবার দ্রুততম তিন হাজার রান করার ক্ষেত্রে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলিকে। শুক্রবার গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন বাবর।

বিরাটকে ছুঁতে গেলে বাবর আজমের প্রয়োজন ছিল ৫২ রান। রিচার্ড গ্লিসনকে ছক্কা মেরে সেই অধরা স্বপ্ন পূরণ করেন বাবর। উল্লেখ্য বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে তাঁর তিন হাজার পূরণ করেছিলেন ৮১টি ম্যাচ খেলে। বাবর সেখানে পাঁচটি ম্যাচ বেশি খেলেছেন। মোট ৮১ টি ইনিংসে বাবর এই মাইলস্টোন ছুঁলেন।

লাহোরে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক মঈন আলি পাকিস্তানকে ব্যাট করতে পাঠান। এদিন দলে ছিলেন না মুহাম্মদ রিজওয়ান। বাবরের সঙ্গে ওপেন করেছিলেন হ্যারিস রউফ। তিনি তাড়াতাড়ি ফিরে গেলেও বাবর ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সেঞ্চুরি না পেলেও অপরাজিত রয়ে গেলেন ৮৭ রানে। খেললেন মাত্র ৫৯টি বল। হাফ সেঞ্চুরির পর দুটো রান করেই বাবর ছুঁলেন বিরাটকে। পাক অধিনায়কের ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে মাত্র ২ উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটকে ছুঁয়ে বাবরের নয়া নজির

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আরও একটা মাইলস্টোন ছুঁলেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। এবার দ্রুততম তিন হাজার রান করার ক্ষেত্রে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলিকে। শুক্রবার গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন বাবর।

বিরাটকে ছুঁতে গেলে বাবর আজমের প্রয়োজন ছিল ৫২ রান। রিচার্ড গ্লিসনকে ছক্কা মেরে সেই অধরা স্বপ্ন পূরণ করেন বাবর। উল্লেখ্য বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে তাঁর তিন হাজার পূরণ করেছিলেন ৮১টি ম্যাচ খেলে। বাবর সেখানে পাঁচটি ম্যাচ বেশি খেলেছেন। মোট ৮১ টি ইনিংসে বাবর এই মাইলস্টোন ছুঁলেন।

লাহোরে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক মঈন আলি পাকিস্তানকে ব্যাট করতে পাঠান। এদিন দলে ছিলেন না মুহাম্মদ রিজওয়ান। বাবরের সঙ্গে ওপেন করেছিলেন হ্যারিস রউফ। তিনি তাড়াতাড়ি ফিরে গেলেও বাবর ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সেঞ্চুরি না পেলেও অপরাজিত রয়ে গেলেন ৮৭ রানে। খেললেন মাত্র ৫৯টি বল। হাফ সেঞ্চুরির পর দুটো রান করেই বাবর ছুঁলেন বিরাটকে। পাক অধিনায়কের ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে মাত্র ২ উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।