পুবের কলম, ওয়েবডেস্ক: যুবভারতী কাণ্ডের জল গড়াল আদালত পর্যন্ত। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের অশান্তি নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটকে চ্যালেঞ্জ করেও আরেকটি মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তার শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতীর গ্যালারি থেকে মেসির এক ঝলক দেখতেও বঞ্চিত হন দর্শকরা। অভিযোগ, নেতা–মন্ত্রী ও আমলাদের ভিড়ে সাধারণ দর্শকরা কিছুই দেখতে পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ থেকেই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব।
চূড়ান্ত অব্যবস্থা ও বিশৃঙ্খলায় প্ররোচনার অভিযোগে শনিবারই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত–কে। এদিকে, রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়–এর নেতৃত্বাধীন তদন্ত কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে।


































