০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে ২০ গুন দাম বাড়ল আবদুল সামাদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 29

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রিকেটারদের কাছে বড় লোক হওয়ার সুযোগ এনে দেয় আইপিএল। এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার অর্থ কোটিপতি হয়ে যাওয়া। আইপিএলের নিলামের মাধ্যমে এটা বিগত ১৫ বছর হয়ে আসছে। তবে এবারের দল গঠনের নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। সেখানে দেখা গিয়েছে লোকেশ রাহুল, রশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা নিজেদের আগের ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে না করে দিয়েছেন নতুন দলে গিয়ে বড় অর্থ হাঁকিয়ে নিতে।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

কেউ কেউ আবার আগের থেকে কম টাকায় নিজেদের দলে থেকে গিয়েছেন।  তবে এবারের আইপিএলে বেশকিছু ক্রিকেটার রয়েছেন, যারা নিলামে না গিয়েই এক লাফে নিজেদের মূল্য বহুগুণ বাড়িয়ে নিয়েছেন। সে তালিকায় রয়েছেন নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটার বেঙ্কাটেশ আইয়ার। চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, সানরাইজার্স হায়দরাবাদের আবদুল সামাদ, পঞ্জাব কিংসের আর্শদ্বীপ সিং ও ময়াঙ্ক আগারওয়াল। নাইটদের বেঙ্কাটেশ এবারে গতবারের তুলনায় ৪০গুণ বেশি দাম পেয়েছেন।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

গতবারে কেকেআর তাকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। এবারে তাকে ৮ কোটি টাকায় রিটেন করেছে নাইটরা। একইভাবে গত মরশুমে ২০ লক্ষ টাকা পাওয়া ঋতুরাজ এবার ৬ কোটিতে থেকে গিয়েছেন ধোনির দলে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আবদুল সামাদ গতবার সানরাইজার্সের হয়ে ২০ লক্ষ টাকায় খেলেছিলেন। এবারে তাকে ৪ কোটি টাকায় রিটেন করেছে তার পুরানো দল।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএলে ২০ গুন দাম বাড়ল আবদুল সামাদের

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রিকেটারদের কাছে বড় লোক হওয়ার সুযোগ এনে দেয় আইপিএল। এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার অর্থ কোটিপতি হয়ে যাওয়া। আইপিএলের নিলামের মাধ্যমে এটা বিগত ১৫ বছর হয়ে আসছে। তবে এবারের দল গঠনের নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। সেখানে দেখা গিয়েছে লোকেশ রাহুল, রশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা নিজেদের আগের ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে না করে দিয়েছেন নতুন দলে গিয়ে বড় অর্থ হাঁকিয়ে নিতে।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

কেউ কেউ আবার আগের থেকে কম টাকায় নিজেদের দলে থেকে গিয়েছেন।  তবে এবারের আইপিএলে বেশকিছু ক্রিকেটার রয়েছেন, যারা নিলামে না গিয়েই এক লাফে নিজেদের মূল্য বহুগুণ বাড়িয়ে নিয়েছেন। সে তালিকায় রয়েছেন নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটার বেঙ্কাটেশ আইয়ার। চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, সানরাইজার্স হায়দরাবাদের আবদুল সামাদ, পঞ্জাব কিংসের আর্শদ্বীপ সিং ও ময়াঙ্ক আগারওয়াল। নাইটদের বেঙ্কাটেশ এবারে গতবারের তুলনায় ৪০গুণ বেশি দাম পেয়েছেন।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

গতবারে কেকেআর তাকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। এবারে তাকে ৮ কোটি টাকায় রিটেন করেছে নাইটরা। একইভাবে গত মরশুমে ২০ লক্ষ টাকা পাওয়া ঋতুরাজ এবার ৬ কোটিতে থেকে গিয়েছেন ধোনির দলে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আবদুল সামাদ গতবার সানরাইজার্সের হয়ে ২০ লক্ষ টাকায় খেলেছিলেন। এবারে তাকে ৪ কোটি টাকায় রিটেন করেছে তার পুরানো দল।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির