সিঙ্গাপুরের রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেকদের, শ্রদ্ধা জানালেন নেতাজি- শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকেও

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 127
পুবের কলম প্রতিবেদক: জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে পৌঁছলেন অভিষেকসহ ভারতের সংসদীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে অপারেশন সিঁদুর -এর কথা জানাতে, সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে সিঙ্গাপুর পৌঁছে মঙ্গলবার সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনের রাষ্ট্রদূত শিল্পক অ্যাম্বুলের সঙ্গে দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গে বৈঠক শুরু হয়|
সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে পূর্ব এশিয়ার প্রতিটি দেশে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জায়গাতেই তিনি বিদেশের সঙ্গে বাংলার তথা বাঙালির ঐতিহ্যের যোগের সন্ধান করেছেন এবং তা তুলে ধরেছেন বিদেশের মাটিতে।
জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন তেমনি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করেছেন। আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে রবীন্দ্রনাথের সাংস্কৃতিক যোগসূত্রকেও তিনি তুলে ধরেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সরকারি কর্মকাণ্ড এবং থিংক ট্যাংক- এর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিনিধি দল। সেখানে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর এবং সন্ত্রাস দমন নীতির কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এছাড়া সিঙ্গাপুরে উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগেই মঙ্গলবার এসপ্লানেড পার্কে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। সেই খবর জানিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডলে লেখেন, সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য হয়েছে| আইএনএ স্মৃতিস্তম্ভর সংস্কারের কাজ চলছে। সেই কারণে বাইরে থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এই মুহূর্তটি আমার মনে গভীর আবেগ জাগিয়ে তুলেছিল। নেতাজির মতো বিপ্লবীদের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম একটি মর্মস্পর্শী স্মৃতি।
এদিন সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনও পরিদর্শন করেন অভিষেক। রামকৃষ্ণ মঠ মিশন ঘুরে তিনি পরমহংস সারদাদেবী ও স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে লিখেছেন, সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার সৌভাগ্য হল আমার। এটি একটি আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান। যা শ্রীরামকৃষ্ণ, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর অভিষেক লেখেন তাঁদের শিক্ষা ও প্রজ্ঞা সর্বদা আমার জীবনে একটি পথপ্রদর্শক আলো। আমরা যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারে অটল থাকি এবং আমাদের সভ্যতায় দীর্ঘকাল ধরে থাকা মূল্যবোধগুলিকে সংহত করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকি।
Our fight against terrorism continues to resonate strongly across the world. Our engagements in Singapore commenced with a comprehensive briefing by the Indian High Commissioner, offering valuable context for the discussions ahead.
We were honoured to call on H.E. Ms Sim Ann,… pic.twitter.com/0ZwWd3lTAU
— Abhishek Banerjee (@abhishekaitc) May 27, 2025