০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তীরন্দাজি বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস রচনা করলেন অভিষেক বর্মা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
  • / 58

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত বর্তমান সময় দাঁড়িয়ে বিশ্ব দরবারে খেলাধুলার দিক থেকে যথেষ্ট উন্নত। ক্রিকেট ,বক্সিং ,ব্যাডমিন্টন , তীরন্দাজ কিংবা অন্যান্য খেলা। সেই ধারা বজায় রেখে এবার   প্যারিসে তীরন্দাজি বিশ্বকাপে ইতিহাস রচনা করলেন  ভারতের অন্যতম সফল তীরন্দাজ অভিষেক বর্মা।

শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে মার্কিনি হেভিওয়েট ক্রিস শাফের  মুখোমুখি হন অভিষেক।সেই ম্যাচের ফাইনালে বিরোধী পক্ষ কে হারিয়ে দিলেন প্রতিভাবান  তীরন্দাজ অভিষেক বর্মা। স্বর্ণ পদকের ম্যাচে অভিষেক ও শাফের টাই (১৪৮-১৪৮) হয়েছিল এদিন। শুট অফে শাফ ৯টি শট নেন, অভিষেক নেন ১০টি। অভিষেক প্রথম তীরন্দাজ হিসেবে দু’টি বিশ্বকাপ সোনা (পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্ট) জিতে অনন্য ইতিহাস লিখলেন এদিন।

২০১৫ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার সোনা জেতেনে ৩২ বছরের হরিয়ানার তীরন্দাজ। অভিষেকই প্রথম যে কিনা প্যারিস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন। এছাড়াও আরও তিন টি জেতা নিয়ে আশাবাদী ভারত। রবিবার দীপিকা কুমারী ও অতনু দাস রিকার্ভ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে নামছেন। নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। মহিলাদের রিকার্ভ টিম ফাইনালে ভারত খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। সেখানেই ভারতের হয়ে লড়তে দেখা যেতে চলেছে কোমালিকা বারি,দীপিকা কুমারী ও অঙ্কিতা ভকত কে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীরন্দাজি বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস রচনা করলেন অভিষেক বর্মা

আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত বর্তমান সময় দাঁড়িয়ে বিশ্ব দরবারে খেলাধুলার দিক থেকে যথেষ্ট উন্নত। ক্রিকেট ,বক্সিং ,ব্যাডমিন্টন , তীরন্দাজ কিংবা অন্যান্য খেলা। সেই ধারা বজায় রেখে এবার   প্যারিসে তীরন্দাজি বিশ্বকাপে ইতিহাস রচনা করলেন  ভারতের অন্যতম সফল তীরন্দাজ অভিষেক বর্মা।

শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে মার্কিনি হেভিওয়েট ক্রিস শাফের  মুখোমুখি হন অভিষেক।সেই ম্যাচের ফাইনালে বিরোধী পক্ষ কে হারিয়ে দিলেন প্রতিভাবান  তীরন্দাজ অভিষেক বর্মা। স্বর্ণ পদকের ম্যাচে অভিষেক ও শাফের টাই (১৪৮-১৪৮) হয়েছিল এদিন। শুট অফে শাফ ৯টি শট নেন, অভিষেক নেন ১০টি। অভিষেক প্রথম তীরন্দাজ হিসেবে দু’টি বিশ্বকাপ সোনা (পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্ট) জিতে অনন্য ইতিহাস লিখলেন এদিন।

২০১৫ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার সোনা জেতেনে ৩২ বছরের হরিয়ানার তীরন্দাজ। অভিষেকই প্রথম যে কিনা প্যারিস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন। এছাড়াও আরও তিন টি জেতা নিয়ে আশাবাদী ভারত। রবিবার দীপিকা কুমারী ও অতনু দাস রিকার্ভ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে নামছেন। নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। মহিলাদের রিকার্ভ টিম ফাইনালে ভারত খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। সেখানেই ভারতের হয়ে লড়তে দেখা যেতে চলেছে কোমালিকা বারি,দীপিকা কুমারী ও অঙ্কিতা ভকত কে।