২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচারকাণ্ডে সিজিও কমপ্লেক্সে রুজিরা, ছেলেকে সঙ্গে নিয়ে এলেন অভিষেকপত্নী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 85

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লা পাচারকাণ্ডে সিবিআই-এর পরে ইডির দফতরে হাজিরা দিতে আসেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিজিও কমপ্লেক্স ছেলেকে কোলে নিয়ে সিজিও কমপ্লেস্কে আসেন তিনি। রুজিরাকে জিজ্ঞাসা দিল্লি থেকে কলকাতায় এসেছে স্পেশাল দল। এর মধ্যে আছেন দুজন মহিলা আধিকারিক। টিমে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ। নেতৃত্বে আছেন তিনি।

এছাড়া এই মামলার তদন্তকারী অফিসার সুমিত প্রকাশ জৈনও থাকছেন। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে কলকাতার অফিসারদের।  সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালাবে ইডি। সকাল ১১টা বেজে ২০ মিনিটে ইডি দফতরে আসেন অভিষেকপত্নী।

আরও পড়ুন: গডসে আজ ভারতের ‘সুপুত্র’  ‘দেশপ্রেমিক’, আওরঙ্গজেব ও টিপু সুলতান  ‘হানাদার’!

এর আগেও  কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দু-দুবার হাজিরা দিলেও, তখন হাজিরা দেননি রুজিরা  বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Breaking:  ইডির তলব, সিজিও কমপ্লেক্সে এলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত,  কয়লা পাচারকান্ডে দুটি মামলা চলছে। একটি মামলার তদন্ত করছে সিবিআই। সেখানে কয়লাপাচার সংক্রান্ত বেআইনি অর্থ কারা কারা আত্মসাৎ করেছেন  তা তদন্ত করে দেখছে সিবিআই। দ্বিতীয়টি হচ্ছে মানি লন্ড্রারিং অর্থাৎ কয়লাপাচার সংক্রান্ত দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে কিনা,  কোথায় পাচার হয়েছে, সেই টাকা কারা পেয়েছেন, তা তদন্ত করে দেখছে দিল্লি ইডি দফতর।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচারকাণ্ডে সিজিও কমপ্লেক্সে রুজিরা, ছেলেকে সঙ্গে নিয়ে এলেন অভিষেকপত্নী

আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লা পাচারকাণ্ডে সিবিআই-এর পরে ইডির দফতরে হাজিরা দিতে আসেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিজিও কমপ্লেক্স ছেলেকে কোলে নিয়ে সিজিও কমপ্লেস্কে আসেন তিনি। রুজিরাকে জিজ্ঞাসা দিল্লি থেকে কলকাতায় এসেছে স্পেশাল দল। এর মধ্যে আছেন দুজন মহিলা আধিকারিক। টিমে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ। নেতৃত্বে আছেন তিনি।

এছাড়া এই মামলার তদন্তকারী অফিসার সুমিত প্রকাশ জৈনও থাকছেন। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে কলকাতার অফিসারদের।  সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালাবে ইডি। সকাল ১১টা বেজে ২০ মিনিটে ইডি দফতরে আসেন অভিষেকপত্নী।

আরও পড়ুন: গডসে আজ ভারতের ‘সুপুত্র’  ‘দেশপ্রেমিক’, আওরঙ্গজেব ও টিপু সুলতান  ‘হানাদার’!

এর আগেও  কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দু-দুবার হাজিরা দিলেও, তখন হাজিরা দেননি রুজিরা  বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Breaking:  ইডির তলব, সিজিও কমপ্লেক্সে এলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত,  কয়লা পাচারকান্ডে দুটি মামলা চলছে। একটি মামলার তদন্ত করছে সিবিআই। সেখানে কয়লাপাচার সংক্রান্ত বেআইনি অর্থ কারা কারা আত্মসাৎ করেছেন  তা তদন্ত করে দেখছে সিবিআই। দ্বিতীয়টি হচ্ছে মানি লন্ড্রারিং অর্থাৎ কয়লাপাচার সংক্রান্ত দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে কিনা,  কোথায় পাচার হয়েছে, সেই টাকা কারা পেয়েছেন, তা তদন্ত করে দেখছে দিল্লি ইডি দফতর।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস