০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ যাত্রায় অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক পত্নী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 23

ফাইল চিত্র

পারিজাত মোল্লা:  পুনরায় আদালতের দারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছেন তিনি। ‘তাঁর মা অসুস্থ। বিদেশ যাওয়াটা জরুরি। কিন্তু, বারবার বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এবং বিনা কারণেই তাঁকে বিদেশে যেতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’।

এই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের ডায়মন্ডহারবার  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। স আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

এই মামলায় অভিষেক-পত্নীর দাবি, -‘ ইডি দীর্ঘদিন ধরেই তদন্ত করছে। কিন্তু, আগে বিদেশযাত্রার ক্ষেত্রে তাঁরা কোনও বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু সম্প্রতি তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং কোনও কারণ ছাড়াই তাঁকে বারবার আটকানো হচ্ছে’।

আরও পড়ুন: পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবাণ অভিষেকের

উল্লেখ্য, গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে রুজিরার পথ আটকান অভিবাসন দফতরের কর্মীরা। জানা যায়,  দুই সন্তানকে নিয়ে বাইয়ের বিমান ধরার জন্য তিনি দমদম বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু,  বিমানে ওঠার আগেই তাঁকে ‘বাধা’ দেয় অভিবাসন দফতর। এবং বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিস ধরানো হয়। অপেক্ষা করার পর তিনি ফিরে আসতে বাধ্য হন।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

অভিবাসন দফতর সূত্রে খবর,-‘ ইডির একটি মামলায় রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে। সে জন্যেই তিনি বিদেশ যেতে পারবেন না’।

ইডির এক মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়েছে। সেই প্রেক্ষিতে তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রুজিরার বিদেশ যাত্রায় অনুমতি চেয়ে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশ যাত্রায় অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক পত্নী

আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  পুনরায় আদালতের দারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছেন তিনি। ‘তাঁর মা অসুস্থ। বিদেশ যাওয়াটা জরুরি। কিন্তু, বারবার বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এবং বিনা কারণেই তাঁকে বিদেশে যেতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’।

এই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের ডায়মন্ডহারবার  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। স আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

এই মামলায় অভিষেক-পত্নীর দাবি, -‘ ইডি দীর্ঘদিন ধরেই তদন্ত করছে। কিন্তু, আগে বিদেশযাত্রার ক্ষেত্রে তাঁরা কোনও বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু সম্প্রতি তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং কোনও কারণ ছাড়াই তাঁকে বারবার আটকানো হচ্ছে’।

আরও পড়ুন: পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবাণ অভিষেকের

উল্লেখ্য, গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে রুজিরার পথ আটকান অভিবাসন দফতরের কর্মীরা। জানা যায়,  দুই সন্তানকে নিয়ে বাইয়ের বিমান ধরার জন্য তিনি দমদম বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু,  বিমানে ওঠার আগেই তাঁকে ‘বাধা’ দেয় অভিবাসন দফতর। এবং বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিস ধরানো হয়। অপেক্ষা করার পর তিনি ফিরে আসতে বাধ্য হন।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

অভিবাসন দফতর সূত্রে খবর,-‘ ইডির একটি মামলায় রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে। সে জন্যেই তিনি বিদেশ যেতে পারবেন না’।

ইডির এক মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়েছে। সেই প্রেক্ষিতে তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রুজিরার বিদেশ যাত্রায় অনুমতি চেয়ে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।