০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

কিবরিয়া আনসারি
- আপডেট : ৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার
- / 24
পুবের কলম, ওয়েবডেস্ক: শহরের বুকে ফের কুপিয়ে খুন। চব্বিশ বছর বয়সী এক তরুণীকে কুপিয়ে খুন করা হয় বৃহস্পতিবার। শুক্রবার সকালে তরুণীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মেট্রোপলিটন বাইপাসে রাস্তায় ধাওয়া করে প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে খুন করা হয় তরুণীকে। মৃতের নাম রোফিয়া শাকিল। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন।