০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান, আন্তর্জাতিক সাহায্যের আর্জি

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার
  • / 53

পুবের কলম ওয়েব ডেস্কঃ  টানা বৃষ্টি ও ভূমিকম্পের জেরে বিপর্যস্ত আফগানিস্তান, সঙ্গে হড়পা বানের প্রকোপ। চলতি মাসে বন্যার কবলে পড়ে ১৯২ জনের মৃত্যু হয়েছে । ১০ লক্ষেরও বেশি পরিবার খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে ভুগছে।

 

আরও পড়ুন: বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

ইতিমধ্যেই, পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন অন্যদিকে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আহত হয়েছে। শুধু তাই নয় বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

আরও পড়ুন: স্থায়ীভাবে বন্ধ ভারতে আফগান দূতাবাস

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয় : তছনছ হতে পারে ভারত ও  পাক

শুধু তাই নয়, এই প্রসঙ্গে তালেবান মুখপাত্র জবিউল্লা জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তিনি আরও বলেন, বিপর্যয়ের এই সময়ে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাচ্ছেন।

উল্লেখ্য, তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অ্যান কিন্ড্রাচুক, ইউনিসেফ আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান এদিন এলাকা পরিদর্শনের পর জানিয়েছেন, ” মানুষ সব কিছু হারিয়েছেন! রাতারাতি তাঁরা সব কিছু হারিয়ে ফেলেছেন, নিঃস্ব হয়ে গেছেন।

তিনি আরও বলেন , শুধু তাই নয় সেখানে মাত্র কয়েকটি আশ্রয় স্থল রয়েছে। এর পরবর্তী সময় কি বা কেমন হতে চলেছে তা নিয়েও উদ্বেগে দিন কাটছে তাঁদের।

 

প্রতি বছর গ্রীষ্মেই আফগনিস্তানের পূর্ব ও উত্তর প্রান্তে প্রবল বন্যা হয়। গত দু বছরেও হয়েছে এই ভয়ানক বন্যা। গত বছর বন্যায় প্রাণ হারিয়েছিল প্রায় ১০০জনেরও বেশি মানুষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান, আন্তর্জাতিক সাহায্যের আর্জি

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  টানা বৃষ্টি ও ভূমিকম্পের জেরে বিপর্যস্ত আফগানিস্তান, সঙ্গে হড়পা বানের প্রকোপ। চলতি মাসে বন্যার কবলে পড়ে ১৯২ জনের মৃত্যু হয়েছে । ১০ লক্ষেরও বেশি পরিবার খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে ভুগছে।

 

আরও পড়ুন: বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

ইতিমধ্যেই, পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন অন্যদিকে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আহত হয়েছে। শুধু তাই নয় বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

আরও পড়ুন: স্থায়ীভাবে বন্ধ ভারতে আফগান দূতাবাস

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয় : তছনছ হতে পারে ভারত ও  পাক

শুধু তাই নয়, এই প্রসঙ্গে তালেবান মুখপাত্র জবিউল্লা জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তিনি আরও বলেন, বিপর্যয়ের এই সময়ে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাচ্ছেন।

উল্লেখ্য, তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অ্যান কিন্ড্রাচুক, ইউনিসেফ আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান এদিন এলাকা পরিদর্শনের পর জানিয়েছেন, ” মানুষ সব কিছু হারিয়েছেন! রাতারাতি তাঁরা সব কিছু হারিয়ে ফেলেছেন, নিঃস্ব হয়ে গেছেন।

তিনি আরও বলেন , শুধু তাই নয় সেখানে মাত্র কয়েকটি আশ্রয় স্থল রয়েছে। এর পরবর্তী সময় কি বা কেমন হতে চলেছে তা নিয়েও উদ্বেগে দিন কাটছে তাঁদের।

 

প্রতি বছর গ্রীষ্মেই আফগনিস্তানের পূর্ব ও উত্তর প্রান্তে প্রবল বন্যা হয়। গত দু বছরেও হয়েছে এই ভয়ানক বন্যা। গত বছর বন্যায় প্রাণ হারিয়েছিল প্রায় ১০০জনেরও বেশি মানুষ।