০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হারল আফগানিস্তান, বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপার টুয়েলভের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান। একই সঙ্গে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেল। আফগানদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জায়গা করে নিল নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ঝামেলায় পড়ে ভারত। এরপর টানা দুই ম্যাচ জিতে সেমিতে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু তাতে ছিল জটিল সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড হারলেই ভারতের সেমিতে যাওয়ার আশা বেঁচে থাকত। কিন্তু সেটা আর হতে দিল না কেন উইলিয়ামসন বাহিনী।

এদিনের ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মুহাম্মদ নবি। প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি পেসারদের দাপুটে বোলিংয়ে সুবিধা করতে পারেনি না আফগানিস্তান। চার উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। কিছুক্ষণ তার সঙ্গ দেন অধিনায়ক মুহাম্মদ নবি। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ২০ বলে ১৪ রান করে আউট হন নবি। একমাত্র নাজিবুল্লাহ জাদরান ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

জবাবে ব্যাট করতে নেমে রান তাড়া করতে নেমে কোনও তাড়াহুড়ো দেখা গেল না কিউয়ি ব্যাটারদের মধ্যে। ড্যারিল মিচেল আউট হওয়ার পরে দলের দুই অভিজ্ঞ ব্যাটার মার্টিন গুপ্তিল ও কেন উইলিয়ামসন জুটি বাঁধেন। সেই জুটি ভাঙেন রশিদ। ২৮ রানের মাথায় গাপটিলকে বোল্ড করেন তিনি। এর সঙ্গেই টি-২০-তে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। স্বভাবসিদ্ধ মেজাজে ঠান্ডা মাথায় খেললেন অধিনায়ক উইলিয়ামসন (৪০)। অনেক চেষ্টা করেও আর উইকেট তুলতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে উইকেটে ম্যাচ জিতে যান উইলিয়ামসনরা।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হারল আফগানিস্তান, বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপার টুয়েলভের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান। একই সঙ্গে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেল। আফগানদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জায়গা করে নিল নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ঝামেলায় পড়ে ভারত। এরপর টানা দুই ম্যাচ জিতে সেমিতে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু তাতে ছিল জটিল সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড হারলেই ভারতের সেমিতে যাওয়ার আশা বেঁচে থাকত। কিন্তু সেটা আর হতে দিল না কেন উইলিয়ামসন বাহিনী।

এদিনের ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মুহাম্মদ নবি। প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি পেসারদের দাপুটে বোলিংয়ে সুবিধা করতে পারেনি না আফগানিস্তান। চার উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। কিছুক্ষণ তার সঙ্গ দেন অধিনায়ক মুহাম্মদ নবি। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ২০ বলে ১৪ রান করে আউট হন নবি। একমাত্র নাজিবুল্লাহ জাদরান ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

জবাবে ব্যাট করতে নেমে রান তাড়া করতে নেমে কোনও তাড়াহুড়ো দেখা গেল না কিউয়ি ব্যাটারদের মধ্যে। ড্যারিল মিচেল আউট হওয়ার পরে দলের দুই অভিজ্ঞ ব্যাটার মার্টিন গুপ্তিল ও কেন উইলিয়ামসন জুটি বাঁধেন। সেই জুটি ভাঙেন রশিদ। ২৮ রানের মাথায় গাপটিলকে বোল্ড করেন তিনি। এর সঙ্গেই টি-২০-তে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। স্বভাবসিদ্ধ মেজাজে ঠান্ডা মাথায় খেললেন অধিনায়ক উইলিয়ামসন (৪০)। অনেক চেষ্টা করেও আর উইকেট তুলতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে উইকেটে ম্যাচ জিতে যান উইলিয়ামসনরা।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না