০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলের পর এবার কর্ণাটক, স্কুল খুলতেই আক্রান্ত ৩৩ পড়ুয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 185

পুবের কলম ওয়েবডেস্কঃহিমাচল প্রদেশের পর এবার কর্ণাটক। স্কুল খুলতে না খুলতেই করোনায় আক্রান্ত হল ৩৩  জন পড়ুয়া। জানা যাচ্ছে এই ৩৩ জনই আবাসিক পড়ুয়া।কর্ণাটকের কোদাগু জেলার নবোদয় আবাসিক বিদ্যালয়ের পড়ুয়ারা আক্রান্ত হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর। আরও জানা যাচ্ছে আক্রান্ত পড়ুয়াদের সকলেই উপসর্গহীন। আপাতত গোটা স্কুলটিকে সিল করে দিয়েছে প্রশাসন।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কোদাগু জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক গোটা স্কুল পরিদর্শন করেছেন । ওই নবোদয় স্কুলের প্রিন্সিপাল পঙ্কজাসান বলেছেন অভিভাবকরা অযথা আতঙ্কিত হবেননা। পড়ুয়াদের অবস্থার উন্নতি হচ্ছে। তারা চিকিৎসায় সাড়া দিচ্ছে। স্যানিটাইজ করা হচ্ছে গোটা স্কুল।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

উল্লেখ্য কর্ণাটকে গত ২৫ অক্টোবর শুরু হয়েছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হয়েছিল ৬ সেপ্টেম্বর। নবম থেকে  দ্বাদশ শ্রেণীর  পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে গত ২৩শে অগস্ট থেকে।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

 উল্লেখ্য হিমাচল প্রদেশেও  নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। কিন্তু হিমাচল প্রদেশেও স্কুল খোলার পরেই দেখা গিয়েছে বিরাট সংখ্যক পড়ুয়া সংক্রমিত হয়েছে। এমনকি মারাও গিয়েছে এক পড়ুয়া।এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের

 পশ্চিমবঙ্গেও আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ।দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার ফের শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখার অপেক্ষায় পড়ুয়ারা। পশ্চিমবঙ্গেও আপাতত  নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুরা যেতে পারবে স্কুলে। প্রথম থেকে অষ্টম  শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইনেই ক্লাস চলবে।  তবে যে ভাবে দেশ জুড়ে স্কুল খোলার পর থেকেই একের পর এক ছাত্রছাত্রীদের আক্রান্ত হওয়ার হওয়ার খবর আসছে তাতে এ  রাজ্যেও স্বাভাবিক ভাবেই উদ্বেগে অভিভাবকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমাচলের পর এবার কর্ণাটক, স্কুল খুলতেই আক্রান্ত ৩৩ পড়ুয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃহিমাচল প্রদেশের পর এবার কর্ণাটক। স্কুল খুলতে না খুলতেই করোনায় আক্রান্ত হল ৩৩  জন পড়ুয়া। জানা যাচ্ছে এই ৩৩ জনই আবাসিক পড়ুয়া।কর্ণাটকের কোদাগু জেলার নবোদয় আবাসিক বিদ্যালয়ের পড়ুয়ারা আক্রান্ত হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর। আরও জানা যাচ্ছে আক্রান্ত পড়ুয়াদের সকলেই উপসর্গহীন। আপাতত গোটা স্কুলটিকে সিল করে দিয়েছে প্রশাসন।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কোদাগু জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক গোটা স্কুল পরিদর্শন করেছেন । ওই নবোদয় স্কুলের প্রিন্সিপাল পঙ্কজাসান বলেছেন অভিভাবকরা অযথা আতঙ্কিত হবেননা। পড়ুয়াদের অবস্থার উন্নতি হচ্ছে। তারা চিকিৎসায় সাড়া দিচ্ছে। স্যানিটাইজ করা হচ্ছে গোটা স্কুল।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

উল্লেখ্য কর্ণাটকে গত ২৫ অক্টোবর শুরু হয়েছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হয়েছিল ৬ সেপ্টেম্বর। নবম থেকে  দ্বাদশ শ্রেণীর  পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে গত ২৩শে অগস্ট থেকে।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

 উল্লেখ্য হিমাচল প্রদেশেও  নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। কিন্তু হিমাচল প্রদেশেও স্কুল খোলার পরেই দেখা গিয়েছে বিরাট সংখ্যক পড়ুয়া সংক্রমিত হয়েছে। এমনকি মারাও গিয়েছে এক পড়ুয়া।এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের

 পশ্চিমবঙ্গেও আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ।দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার ফের শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখার অপেক্ষায় পড়ুয়ারা। পশ্চিমবঙ্গেও আপাতত  নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুরা যেতে পারবে স্কুলে। প্রথম থেকে অষ্টম  শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইনেই ক্লাস চলবে।  তবে যে ভাবে দেশ জুড়ে স্কুল খোলার পর থেকেই একের পর এক ছাত্রছাত্রীদের আক্রান্ত হওয়ার হওয়ার খবর আসছে তাতে এ  রাজ্যেও স্বাভাবিক ভাবেই উদ্বেগে অভিভাবকরা।