১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৯-২০ তে প্রায় গোটা বিশ্বেই জাঁকিয়ে বসেছিল করোনা। শয়ে শয়ে মানুষের মৃত্যু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছিল।  বর্তমানে সেই আতঙ্ক কিছুটা দূর হলেও মার্কিন মুলুকে ফিরে এসেছে পুরনো আতঙ্ক। প্রায় ২০ বছর পর হানা দিয়েছে ম্যালেরিয়া। গত ২ মাসে আমেরিকায় ৫টি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে চারটি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। পঞ্চম ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসু) জানিয়েছে, পাঁচ জন আক্রান্তের কারওই বিদেশ যাত্রার ইতিহাস নেই। তাই স্থানীয় ভাবেই মশাবাহিত এই রোগ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে রোগীরা চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে।

তবে উদ্বিগ্ন আমেরিকার স্বাস্থ্যদফতর। গত দু-দশকে আমেরিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। মার্কিন মুলুকে শেষ বার ম্যালেরিয়া সংক্রমণ চিহ্নিত হয়েছিল ২০০৩ সালে। সে বার ফ্লোরিডার পাম বিচে ৮ জন আক্রান্ত হয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে অ্যানোফিলিস মশার খোঁজ মিলেছে। সেই সব মশা ‘ম্যালেরিয়া ছড়াতে সক্ষম’ বলেও জানিয়েছে সিডিসি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট

সংক্রমণ রুখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন টেক্সাস এবং ফ্লোরিডার প্রশাসন। মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত জায়গায় স্প্রে ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!

 

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে



                           
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর

আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৯-২০ তে প্রায় গোটা বিশ্বেই জাঁকিয়ে বসেছিল করোনা। শয়ে শয়ে মানুষের মৃত্যু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছিল।  বর্তমানে সেই আতঙ্ক কিছুটা দূর হলেও মার্কিন মুলুকে ফিরে এসেছে পুরনো আতঙ্ক। প্রায় ২০ বছর পর হানা দিয়েছে ম্যালেরিয়া। গত ২ মাসে আমেরিকায় ৫টি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে চারটি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। পঞ্চম ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসু) জানিয়েছে, পাঁচ জন আক্রান্তের কারওই বিদেশ যাত্রার ইতিহাস নেই। তাই স্থানীয় ভাবেই মশাবাহিত এই রোগ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে রোগীরা চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে।

তবে উদ্বিগ্ন আমেরিকার স্বাস্থ্যদফতর। গত দু-দশকে আমেরিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। মার্কিন মুলুকে শেষ বার ম্যালেরিয়া সংক্রমণ চিহ্নিত হয়েছিল ২০০৩ সালে। সে বার ফ্লোরিডার পাম বিচে ৮ জন আক্রান্ত হয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে অ্যানোফিলিস মশার খোঁজ মিলেছে। সেই সব মশা ‘ম্যালেরিয়া ছড়াতে সক্ষম’ বলেও জানিয়েছে সিডিসি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট

সংক্রমণ রুখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন টেক্সাস এবং ফ্লোরিডার প্রশাসন। মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত জায়গায় স্প্রে ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!

 

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে