০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার দক্ষিণভারতে পিটিয়ে খুন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমাগতই বাড়ছে পিটিয়ে খুনের ঘটনা। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার এবার নৃশংতার সাক্ষী থাকল দক্ষিণ ভারত। জানা গেছে মৃত যুবকের এক মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে দুই বাড়ির লোকজন তাদের সম্পর্কে আপত্তি জানায়। বুধবার রাতে কর্নাটকের কালবুর্গি জেলায় খুন হন ওই হিন্দু যুবক। খুনের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অশান্ত হয়ে ওঠে এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিজয় কাম্বলি। ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াদিটাউন থানার পুলিশ।

রেল ব্রিজের পাশে মৃত অবস্থায় উদ্ধার হয় বিজয়ের দেহ।তার শরীরে নৃশংসতার চিহ্ন স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বিজয় কাম্বলি নামের ওই যুবককে রেল ব্রিজের পাশে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বিজয়কে। তাছাড়াও ইট ও পাথর দিয়ে বিজয়কে মারা হয়। প্রচণ্ড রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ওয়াদিটাউন এলাকা অশান্ত হয়ে পড়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হিংসাত্মক ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ।

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রণয়ের সম্পর্ক, না এই ঘটনার পিছনে অন্য কোনও বিষয় আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বিজয় কাম্বলির পরিবার ও তার বন্ধুদের সঙ্গে সঙ্গে কথা বলছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার দক্ষিণভারতে পিটিয়ে খুন

আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমাগতই বাড়ছে পিটিয়ে খুনের ঘটনা। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার এবার নৃশংতার সাক্ষী থাকল দক্ষিণ ভারত। জানা গেছে মৃত যুবকের এক মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে দুই বাড়ির লোকজন তাদের সম্পর্কে আপত্তি জানায়। বুধবার রাতে কর্নাটকের কালবুর্গি জেলায় খুন হন ওই হিন্দু যুবক। খুনের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অশান্ত হয়ে ওঠে এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিজয় কাম্বলি। ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াদিটাউন থানার পুলিশ।

রেল ব্রিজের পাশে মৃত অবস্থায় উদ্ধার হয় বিজয়ের দেহ।তার শরীরে নৃশংসতার চিহ্ন স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বিজয় কাম্বলি নামের ওই যুবককে রেল ব্রিজের পাশে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বিজয়কে। তাছাড়াও ইট ও পাথর দিয়ে বিজয়কে মারা হয়। প্রচণ্ড রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ওয়াদিটাউন এলাকা অশান্ত হয়ে পড়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হিংসাত্মক ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ।

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রণয়ের সম্পর্ক, না এই ঘটনার পিছনে অন্য কোনও বিষয় আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বিজয় কাম্বলির পরিবার ও তার বন্ধুদের সঙ্গে সঙ্গে কথা বলছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’