০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্কঃ ঢেলে সাজানো হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। কয়েক কোটি ডলার খরচ করে প্রায় ৫০০টি বিমান কিনতে চলেছে তারা। জানা যাচ্ছে, বোয়িং ও এয়ারবাসকে এই ৫০০টি বিমানের বরাত দিতে পারে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

 

এরমধ্যে রয়েছে ৪০০টি ছোট জেট বিমান ও ১০০টি বড় বিমান। এই ৫০০টি বিমান কিনতে ১০ বছরের বেশি সময় লাগবে। তবে, এয়ারবাস ও বোয়িং সূত্রে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এই পরিকল্পনা সফল হলে এই চুক্তি একটি বড় চুক্তি হিসেবে প্রতিপন্ন হতে পারে। সেক্ষেত্রে চুক্তির অঙ্ক ১০০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।

 

চলতি বছরে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ হয়েছে। এয়ার ইন্ডিয়া মানে নস্টালজিয়া। অজস্র স্মৃতি জড়িয়ে। মূলত দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এয়ার ইন্ডিয়া কেনার সিদ্ধান্ত নেয় টাটারা। তারপর থেকেই এই বিমান সংস্থার পুনরুজ্জীবনে জোর দেওয়া হয়েছে। করোনাকালে এই এয়ার ইন্ডিয়াই ছিল প্রবাসী ভারতীয়দের বড় ভরসা। বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে প্রথম সারিতে ছিল এয়ার ইন্ডিয়া। সেই সময় বন্দে ভারত  মিশনের নেতৃত্ব দিয়েছিল এয়ার ইন্ডিয়া।

 

উল্লেখ্য, প্রথমে এয়ার ইন্ডিয়া ছিল টাটাদেরই। ফের সেই টাটাদের হাতেই গেল এয়ার ইন্ডিয়া। অনেকে একে এয়ার ইন্ডিয়ার ‘ঘর ওয়াপসি’ বলেও অভিহিত করে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০০ বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ঢেলে সাজানো হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। কয়েক কোটি ডলার খরচ করে প্রায় ৫০০টি বিমান কিনতে চলেছে তারা। জানা যাচ্ছে, বোয়িং ও এয়ারবাসকে এই ৫০০টি বিমানের বরাত দিতে পারে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

 

এরমধ্যে রয়েছে ৪০০টি ছোট জেট বিমান ও ১০০টি বড় বিমান। এই ৫০০টি বিমান কিনতে ১০ বছরের বেশি সময় লাগবে। তবে, এয়ারবাস ও বোয়িং সূত্রে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এই পরিকল্পনা সফল হলে এই চুক্তি একটি বড় চুক্তি হিসেবে প্রতিপন্ন হতে পারে। সেক্ষেত্রে চুক্তির অঙ্ক ১০০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।

 

চলতি বছরে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ হয়েছে। এয়ার ইন্ডিয়া মানে নস্টালজিয়া। অজস্র স্মৃতি জড়িয়ে। মূলত দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এয়ার ইন্ডিয়া কেনার সিদ্ধান্ত নেয় টাটারা। তারপর থেকেই এই বিমান সংস্থার পুনরুজ্জীবনে জোর দেওয়া হয়েছে। করোনাকালে এই এয়ার ইন্ডিয়াই ছিল প্রবাসী ভারতীয়দের বড় ভরসা। বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে প্রথম সারিতে ছিল এয়ার ইন্ডিয়া। সেই সময় বন্দে ভারত  মিশনের নেতৃত্ব দিয়েছিল এয়ার ইন্ডিয়া।

 

উল্লেখ্য, প্রথমে এয়ার ইন্ডিয়া ছিল টাটাদেরই। ফের সেই টাটাদের হাতেই গেল এয়ার ইন্ডিয়া। অনেকে একে এয়ার ইন্ডিয়ার ‘ঘর ওয়াপসি’ বলেও অভিহিত করে।