১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএসপি, কংগ্রেস এবং মিম এর সমস্ত মুসলিম প্রার্থী পরাজিত!

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 62

পুবের কলম প্রতিবেদক : বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’- এর মুসলিম প্রার্থীদের উপর ধাক্কা বিধানসভা নির্বাচনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি ৮৮ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল কিন্তু এই প্রার্থীদের কেউই জিততে পারেননি। কংগ্রেস এবার ৭৫ জন মুসলিম প্রার্থীকে মাঠে নামিয়েছিল। কিন্তু কংগ্রেসের টিকিটে যে সমস্ত মুসলিম প্রার্থী নির্বাচনী ময়দানে নেমেছিলেন তারা সকলেই পরাজয়ের মুখোমুখি হয়েছেন।

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

একইসময়ে হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ- ই- ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ ৬০ টিরও বেশি আসনে মুসলিমদের টিকিট দিয়েছিল। কিন্তু ‘মিম’-এর সমস্ত প্রার্থী এবার নির্বাচনে ধাক্কা খেয়েছেন এবং দলটির ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত আবারও ভুল প্রমাণিত হয়েছে। তাদের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওয়াইসির বিহারের মতো ইউপিতেও তার ক্ষমতা চালানোর স্বপ্নে আঘাত লেগেছে।

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

একইসময়ে তথ্যে প্রকাশ- বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’ মুসলিম সম্প্রদায়ের সাথে বাজি ধরেছিল যা পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যদিকে, অখিলেশের দলের মুসলিম প্রার্থীরা ভালো পারফর্ম করেছেন। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে এবার ইউপির মুসলিম সমাজ এসপি এবং অখিলেশ যাদবের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন। তারই ফল হল, এবার শুধু এসপি ও আরএলডি জোটের মুসলিম প্রার্থীরা জিতেছেন। কংগ্রেসসহ অন্য কোনও দলের একজনও মুসলিম প্রার্থী জয়ী হননি। গত বিধানসভায় ২৫ জন মুসলিম বিধায়ক ছিলেন, কিন্তু এবার ৩৪ জন জয়ী হয়েছেন এবং তাদের সকলেই এসপি জোটের বিধায়ক।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএসপি, কংগ্রেস এবং মিম এর সমস্ত মুসলিম প্রার্থী পরাজিত!

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক : বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’- এর মুসলিম প্রার্থীদের উপর ধাক্কা বিধানসভা নির্বাচনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি ৮৮ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল কিন্তু এই প্রার্থীদের কেউই জিততে পারেননি। কংগ্রেস এবার ৭৫ জন মুসলিম প্রার্থীকে মাঠে নামিয়েছিল। কিন্তু কংগ্রেসের টিকিটে যে সমস্ত মুসলিম প্রার্থী নির্বাচনী ময়দানে নেমেছিলেন তারা সকলেই পরাজয়ের মুখোমুখি হয়েছেন।

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

একইসময়ে হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ- ই- ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ ৬০ টিরও বেশি আসনে মুসলিমদের টিকিট দিয়েছিল। কিন্তু ‘মিম’-এর সমস্ত প্রার্থী এবার নির্বাচনে ধাক্কা খেয়েছেন এবং দলটির ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত আবারও ভুল প্রমাণিত হয়েছে। তাদের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওয়াইসির বিহারের মতো ইউপিতেও তার ক্ষমতা চালানোর স্বপ্নে আঘাত লেগেছে।

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

একইসময়ে তথ্যে প্রকাশ- বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’ মুসলিম সম্প্রদায়ের সাথে বাজি ধরেছিল যা পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যদিকে, অখিলেশের দলের মুসলিম প্রার্থীরা ভালো পারফর্ম করেছেন। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে এবার ইউপির মুসলিম সমাজ এসপি এবং অখিলেশ যাদবের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন। তারই ফল হল, এবার শুধু এসপি ও আরএলডি জোটের মুসলিম প্রার্থীরা জিতেছেন। কংগ্রেসসহ অন্য কোনও দলের একজনও মুসলিম প্রার্থী জয়ী হননি। গত বিধানসভায় ২৫ জন মুসলিম বিধায়ক ছিলেন, কিন্তু এবার ৩৪ জন জয়ী হয়েছেন এবং তাদের সকলেই এসপি জোটের বিধায়ক।