বুধবার থেকেই খুলছে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুল, নির্দেশিকা জারি নবান্নর
- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান। এবার স্কুলে পা রাখার ছাড়পত্র পেতে চলেছে ছোটরাও।প্রায় দীর্ঘ ২ বছর পর রাজ্যে খুলছে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুল ।আগামী বুধবার ১৬ ফেব্রুয়ারি প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চালু হতে চলেছে স্কুল । একই সঙ্গে খুলতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। সম্পূর্ণ কোভিড বিধি মেনে শুরু হবে খুদে পড়ুয়দের স্কুল। কিভাবে ক্লাস হবে তা ঠিক করবে স্কুল শিক্ষা দফতর।
নবান্ন থেকে জারি করা নয়া নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্কুল খুলতে আর কোন বাধা নেই, যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। তবে স্কুল সম্পূর্ণ ভাবে চালু করার জন্য একটি পৃথক sop ( standard operating procedure) জারি করা হবে।
উল্লেখ্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধি লাগু থাকবে। তাই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের ছোটদের স্কুল।
ইতিমধ্যেই বড়দের স্কুল এবং কলেজ শুরু হয়ে গিয়েছে। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন ছোটদের স্কুল খোলার ব্যাপারে রাজ্যসরকার চিন্তা ভাবনা করছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও খুব সম্প্রতি স্কুল খোলার বিষয়ে সহমত প্রকাশ করেছিলেন। চিকিৎসকদের একাংশও বারংবার পড়ুয়াদের স্কুলে ফেরানোর বিষয়ে সওয়াল করেছেন। ভার্চুয়াল শিক্ষার গৃহবন্দি জীবন নয়, পড়ুয়াদের ফিরিয়ে দিতে হবে ক্লাসরুম।
অবশেষে ক্ষুদে পড়ুয়ারা ফিরতে চলেছে সেই চেনা ক্লাসরুম,ব্ল্যাকবোর্ড, ডাস্টার সর্বোপরি বন্ধুদের সেই পরিচিত জগতে।
জানা যাচ্ছে ছোটদের জন্য স্বাস্থ্য দফতরের বিশেষ নির্দেশিকা মেনেই ক্লাস হবে। এখনও যেহেতু কোভিড সম্পূর্ণ ভাবে নির্মূল হয়নি সেই ক্ষেত্রে নেওয়া হতে পারে সতর্কতা। ব্যবহার করা হতে পারে রোটেশন পদ্ধতি।সেকশন ভিত্তিক ভিন্ন দিনে হতে পারে ক্লাস।
একই সঙ্গে বুধবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও।