২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে জীবাণু অস্ত্র বানাচ্ছে আমেরিকা!

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলল উত্তর কোরিয়া। এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ তুলেছিল। কিন্তু তখন রাষ্ট্রসংঘ সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল।  মস্কোর মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করেছিল। একইসঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেনসহ ১০টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে। এর আগে মার্চে মস্কো একই অভিযোগ করে বলেছিল, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য আমেরিকা তহবিল সরবরাহ করছে। ওয়াশিংটন ও কিয়েভ উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘের তরফেও বলা হয়, ইউক্রেনে কোনও জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে তারা অবগত নয়।

 

আরও পড়ুন: ৪৭ বছর ধরে আমেরিকায় থাকা ইরানি নারীকে গ্রেফতার

আরও পড়ুন: আমেরিকার রাষ্ট্রদূতের মুখ ফসকে মন্তব্য: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে জীবাণু অস্ত্র বানাচ্ছে আমেরিকা!

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলল উত্তর কোরিয়া। এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ তুলেছিল। কিন্তু তখন রাষ্ট্রসংঘ সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল।  মস্কোর মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করেছিল। একইসঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেনসহ ১০টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে। এর আগে মার্চে মস্কো একই অভিযোগ করে বলেছিল, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য আমেরিকা তহবিল সরবরাহ করছে। ওয়াশিংটন ও কিয়েভ উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘের তরফেও বলা হয়, ইউক্রেনে কোনও জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে তারা অবগত নয়।

 

আরও পড়ুন: ৪৭ বছর ধরে আমেরিকায় থাকা ইরানি নারীকে গ্রেফতার

আরও পড়ুন: আমেরিকার রাষ্ট্রদূতের মুখ ফসকে মন্তব্য: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে’