০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, আতঙ্কে অভিভাবক থেকে পড়ুয়ারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 129

পুবের কলম, ওয়েবডেস্ক: টিটাগড়ের একটি স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা স্কুল চত্বর থেকে এলাকায়। শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সেই সময় স্কুলে দ্বিতীয় পিরিওডের কাজ চলছিল। সেই সময় প্রচণ্ড জোরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়েও যায়।

আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অভিভাবক থেকে পড়ুয়ারা। আওয়াজটি ছাদের দিক থেকে আসে। সেখানে ছুটে গিয়ে শিক্ষকরা দেখেন বোমার স্পিল্টারটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কোনও হতা-হতের খবর নেই।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

স্কুল লক্ষ্য করে কেউ বা কারা বোমা ছুঁড়েছে, না এখানে বোমা মজুদ করে রাখা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল  লক্ষ্য করে বোমা ছোড়া কেন হবে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

স্কুলে প্রায় ১২০০ থেকে ১৩০০ পড়ুয়া সমেত শিক্ষকরা রয়েছেন। হঠাৎ করে এই ধরনের ঘটনায় প্যানিক তৈরি হয়েছে সকলের মধ্যে।  ঘটনাস্থলে রয়েছে টিটাগড় থানার পুলিশ, ডিসি সেন্ট্রাল। স্কুলটি সাউথ স্টেশন রোডে অবস্থিত। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শিক্ষকদের সঙ্গে কথা বলছে তারা।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, আতঙ্কে অভিভাবক থেকে পড়ুয়ারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: টিটাগড়ের একটি স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা স্কুল চত্বর থেকে এলাকায়। শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সেই সময় স্কুলে দ্বিতীয় পিরিওডের কাজ চলছিল। সেই সময় প্রচণ্ড জোরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়েও যায়।

আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অভিভাবক থেকে পড়ুয়ারা। আওয়াজটি ছাদের দিক থেকে আসে। সেখানে ছুটে গিয়ে শিক্ষকরা দেখেন বোমার স্পিল্টারটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কোনও হতা-হতের খবর নেই।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

স্কুল লক্ষ্য করে কেউ বা কারা বোমা ছুঁড়েছে, না এখানে বোমা মজুদ করে রাখা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল  লক্ষ্য করে বোমা ছোড়া কেন হবে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

স্কুলে প্রায় ১২০০ থেকে ১৩০০ পড়ুয়া সমেত শিক্ষকরা রয়েছেন। হঠাৎ করে এই ধরনের ঘটনায় প্যানিক তৈরি হয়েছে সকলের মধ্যে।  ঘটনাস্থলে রয়েছে টিটাগড় থানার পুলিশ, ডিসি সেন্ট্রাল। স্কুলটি সাউথ স্টেশন রোডে অবস্থিত। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শিক্ষকদের সঙ্গে কথা বলছে তারা।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা