ফের সফল উৎক্ষেপণ, মহাকাশে ৩৬ স্যাটেলাইট পাঠাল ইসরো

- আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার
- / 15
পুবের কলম,ওয়েবডেস্ক: ৩৬ কৃত্রিম উপগ্রহ নিয়ে একটি রকেট লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রবিবার সকালে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে এলভিএম থ্রি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ওয়ান ওয়েব ইন্ডিয়া-২ মিশনের অধীনে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছে এমনটাই ইসরোর তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, ওয়ানওয়েব ব্রিটিশ সংস্থা। তাদের জন্য ৩৬টি স্যাটেলাইট লঞ্চ করে ইসরো। ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আজ সকালে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
ব্রিটেনের ওই সংস্থা সফল উৎক্ষেপণের ভিডিয়ো শেয়ার করেছে নিজেদের টুইটার হ্যান্ডল থেকে। সেই টুইটে ইসরোকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটেনের সংস্থা ওয়ানওয়েব। এই স্যাটেলাইট প্রতিস্থাপন ইসরোর দ্বারা এ বছরের দ্বিতীয় প্রতিস্থাপন। এই লঞ্চের মাধ্যমে মহাকাশে ওয়ানওয়েবের ৬১৬টি স্যাটেলাইট প্রতিস্থাপিত হল।