১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আপনি কি গোল্ডেন ব্লাডের অধিকারী,জেনে নিন এই গ্রুপের রক্তের হালহকিকত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 31

পুবের কলম ওয়েবডেস্কঃ রক্তের চারটি গ্রুপের কথা আমরা সকলেই জানি সেইগুলো হল  A, B, O এবং AB। এছাড়াও রয়েছে RH  factor । তবে জানেন কি এর বাইরেও রয়েছে সোনালি রক্ত বা  গোল্ডেন ব্লাড (Golden blood)  । রক্ত আবার তার রঙ সোনালি কি রকম অসম্ভব শোনাচ্ছে না। তবে ব্যাপার একটু খোলসা করেই বলা যাক।

এই মুহুর্তে  সারা পৃথিবীতে মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত। মতান্তরে ৪৯ জন মানুষের শরীরে বইছে এই রক্ত।

সাধারণ ভাবে একজন মানুষের রক্ত পজিটিভ বা নেগেটিভ কোন  গ্রুপের হবে তা নির্ভর করে Rh protein এর ওপর।  কিন্তু ১৯৬০ সালে এক অন্তঃস্বত্তা মহিলার দেহে প্রথম সন্ধান মেলে এই গোল্ডেন ব্লাডের(Golden blood)  । কেন বলা হচ্ছে গোল্ডেন ব্লাড কি এর বিশেষত্ব?

আসলে এই ধরনের রক্তে Rh protein এর  গঠন এমন  যে  তাকে পজিটিভ বা নেগেটিভ কোন শ্রেণিতেই ফেলা যাবেনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মূলত জিনের গঠনের ওপরেই এই ধরনের আরএইচ প্রোটিন ছাড়া রক্ত শরীরে দেখা যায়।

চিকিৎসকরা বলছেন  যে কোন জটিল রোগে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে এই গোল্ডেন ব্লাডের অধিকারীরা দিতে পারেন। কিন্তু গোল্ডেন ব্লাডের(Golden blood)   রোগীদের অন্য কোন  গ্রুপের রক্ত দেওয়া যায়না। তাদের গোল্ডেন গ্রুপেরই রক্ত দিতে হবে। না হলে বিষক্রিয়ায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

আজও সারা বিশ্বজুড়ে নিরন্তর গবেষণা চলছে এই গ্রুপের রক্ত নিয়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপনি কি গোল্ডেন ব্লাডের অধিকারী,জেনে নিন এই গ্রুপের রক্তের হালহকিকত

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রক্তের চারটি গ্রুপের কথা আমরা সকলেই জানি সেইগুলো হল  A, B, O এবং AB। এছাড়াও রয়েছে RH  factor । তবে জানেন কি এর বাইরেও রয়েছে সোনালি রক্ত বা  গোল্ডেন ব্লাড (Golden blood)  । রক্ত আবার তার রঙ সোনালি কি রকম অসম্ভব শোনাচ্ছে না। তবে ব্যাপার একটু খোলসা করেই বলা যাক।

এই মুহুর্তে  সারা পৃথিবীতে মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত। মতান্তরে ৪৯ জন মানুষের শরীরে বইছে এই রক্ত।

সাধারণ ভাবে একজন মানুষের রক্ত পজিটিভ বা নেগেটিভ কোন  গ্রুপের হবে তা নির্ভর করে Rh protein এর ওপর।  কিন্তু ১৯৬০ সালে এক অন্তঃস্বত্তা মহিলার দেহে প্রথম সন্ধান মেলে এই গোল্ডেন ব্লাডের(Golden blood)  । কেন বলা হচ্ছে গোল্ডেন ব্লাড কি এর বিশেষত্ব?

আসলে এই ধরনের রক্তে Rh protein এর  গঠন এমন  যে  তাকে পজিটিভ বা নেগেটিভ কোন শ্রেণিতেই ফেলা যাবেনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মূলত জিনের গঠনের ওপরেই এই ধরনের আরএইচ প্রোটিন ছাড়া রক্ত শরীরে দেখা যায়।

চিকিৎসকরা বলছেন  যে কোন জটিল রোগে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে এই গোল্ডেন ব্লাডের অধিকারীরা দিতে পারেন। কিন্তু গোল্ডেন ব্লাডের(Golden blood)   রোগীদের অন্য কোন  গ্রুপের রক্ত দেওয়া যায়না। তাদের গোল্ডেন গ্রুপেরই রক্ত দিতে হবে। না হলে বিষক্রিয়ায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

আজও সারা বিশ্বজুড়ে নিরন্তর গবেষণা চলছে এই গ্রুপের রক্ত নিয়ে।