অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে তল্লাশি, নেইল আর্ট পার্লারে হানা দিল ইডি

- আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত ইডি হেফাজতে রয়েছেন দুজনেই। এদিকে অর্পিতার একের পর এক ফ্ল্যাটে হানা দিচ্ছে ইডি। ইতিমধ্যই অর্পিতার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে তারা। ফ্ল্যাটের পর এবার অর্পিতার নেইল পার্লারে হানা দিল ইডি। এদিন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা হানা দেয় পাটুলি ও লেক ভিউ রোডের নেইল আর্ট পার্লারে। তালা বন্ধ পার্লারগুলি ভেঙে এদিন তল্লাশি চালায় ইডি। বিপুল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন তল্লাশি চালায় গোয়েন্দা আধিকারিকরা। পাটুলির ম্যাজিক টাচ পার্লারেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি লেক ভিউ রোডের আরও একটি পার্লারেও তল্লাশি চলে।
পণ্ডিতিয়া রোডের ‘পণ্ডিতিয়া ফোর্ট ওয়েসিস’ আবাসনে মঙ্গলবার চলে ইডির তল্লাশি। এই আবাসনের ব্লক ৬ এর ৫০৩ নম্বর ফ্ল্যাটে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর এখানেই বেনামে এই ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের।
বরানগর, পণ্ডিতিয়া, লেক ভিউ, পাটুলিতে জোর কদমে চলছে ইডির তল্লাশি। ইতিমধ্যেই ইডির তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।