০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বড় জয় পেল আর্সেনালও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 19

পুবের কলম ওয়েবডেস্কঃ গোলের উৎসব চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। একটি ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লেস্টার সিটিকে। গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটির জয়ের দিন, বড় ও রেকর্ডগড়া জয় পেয়েছে টিম আর্সেনালও। নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে তারা। নরউইচের ঘরের মাঠ ক্যারে রোডে এই বড় ব্যবধানে জয় পেয়ে প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে কোন গোল না খেয়ে নিজেদের জয়ের রেকর্ড গড়েছে গানার্স।অ্যাওয়ে ম্যাচে তাদের সবচেয়ে বড় জয় আসে ২০০৯ সালে এভারটনের বিপক্ষে। সেবারে তারা এভারটনকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছিল।

এ ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। দলের হয়ে একটি করে গোল করেছেন কাইরেন তার্নি, আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও এমিলি স্মিথ রোয়ে।  ম্যাচে প্রথম গোলটি করেন সাকাই। ম্যাচের মাত্র ৬  মিনিটের মধ্যে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে কাইরেন তার্নি গোল করেন।৬৭ মিনিটের সময় বুকায়ো সাকা নিজের দ্বিতীয় গোল করতে আর্সেনালের বড় জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৮৪ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে লাকাজাত্তে ব্যবধান আরও বাড়ান। নরউইচের জালে শেষবার বল ঠেলে দেন এমিলি স্মিথ।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ  বৃদ্ধি পেয়েছে

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে লিডসের বিপক্ষে চার গোল করেছিল আর্সেনাল। নরউইচের বিপক্ষে করল পাঁচ গোল। এতে দুই ম্যাচ তারা নয়টি গোল করে ফেলেছে। অথচ চলতি মরশুমে নিজেদের প্রথম আটটি ম্যাচে আর্সেনাল মাত্র ছ’টি গোল করতে সক্ষম হয়েছিল। একই সঙ্গে ২০০৯ সালের পর এই প্রথমবার টানা দুটি অ্যাওয়ে ম্যাচে চারটি বা তার বেশি গোল করেছে আর্সেনাল।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র তিন গুণ বাড়তে চলেছে

 

আরও পড়ুন: ইতালির শপিংমলে ছুরি হামলায় আহত আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিও সহ ৪, মৃত ১

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড় জয় পেল আর্সেনালও

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গোলের উৎসব চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। একটি ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লেস্টার সিটিকে। গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটির জয়ের দিন, বড় ও রেকর্ডগড়া জয় পেয়েছে টিম আর্সেনালও। নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে তারা। নরউইচের ঘরের মাঠ ক্যারে রোডে এই বড় ব্যবধানে জয় পেয়ে প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে কোন গোল না খেয়ে নিজেদের জয়ের রেকর্ড গড়েছে গানার্স।অ্যাওয়ে ম্যাচে তাদের সবচেয়ে বড় জয় আসে ২০০৯ সালে এভারটনের বিপক্ষে। সেবারে তারা এভারটনকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছিল।

এ ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। দলের হয়ে একটি করে গোল করেছেন কাইরেন তার্নি, আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও এমিলি স্মিথ রোয়ে।  ম্যাচে প্রথম গোলটি করেন সাকাই। ম্যাচের মাত্র ৬  মিনিটের মধ্যে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে কাইরেন তার্নি গোল করেন।৬৭ মিনিটের সময় বুকায়ো সাকা নিজের দ্বিতীয় গোল করতে আর্সেনালের বড় জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৮৪ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে লাকাজাত্তে ব্যবধান আরও বাড়ান। নরউইচের জালে শেষবার বল ঠেলে দেন এমিলি স্মিথ।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ  বৃদ্ধি পেয়েছে

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে লিডসের বিপক্ষে চার গোল করেছিল আর্সেনাল। নরউইচের বিপক্ষে করল পাঁচ গোল। এতে দুই ম্যাচ তারা নয়টি গোল করে ফেলেছে। অথচ চলতি মরশুমে নিজেদের প্রথম আটটি ম্যাচে আর্সেনাল মাত্র ছ’টি গোল করতে সক্ষম হয়েছিল। একই সঙ্গে ২০০৯ সালের পর এই প্রথমবার টানা দুটি অ্যাওয়ে ম্যাচে চারটি বা তার বেশি গোল করেছে আর্সেনাল।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র তিন গুণ বাড়তে চলেছে

 

আরও পড়ুন: ইতালির শপিংমলে ছুরি হামলায় আহত আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিও সহ ৪, মৃত ১