নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতকে এশিয়া কাপের ট্রফি দেবে এসিসি

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 59
পুবের কলম প্রতিবেদক: ফাইনালের মঞ্চে মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ ট্রফি নিতে রাজি না হলেও, এবার এসিসিকে সেই ট্রফি হস্তান্তরের অনুরোধ করল বিসিসিআই। সেই মর্মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। সেই চিঠির জবাবে এদিন এসিসি জানিয়ে দিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা ভারতকে ট্রফি হস্তান্তর করতে রাজি। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়ে এসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানায়, ‘আপনারা যদি ট্রফি নিতে চান, তাহলে আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে সেটি তুলে দিতে চাই।’
পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হামলার আবহে পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ খেলতে প্রথম থেকেই রাজি ছিল না ভারত। তবে এসিসির নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ম্যাচ খেললেও টসের পর কিংবা ম্যাচ শেষে সূর্যরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না চাওয়ায় তৈরি হয় বিতর্ক। যে বিতর্কের জেরে ভারতীয় দল সাফ জানিয়ে দেয়, তারা ট্রফি জিতলে তা কোনওভাবেই পাক ক্রিকেট প্রধান নকভির হাত থেকে নেবেন না। প্রত্যাশামতো ভারত এশিয়া কাপ ট্রফি জেতায় কথা মতো নকভির হাত থেকে ট্রফি নেয়নি। যার জেরে সেই ট্রফিটিও নকভি নিয়ে চলে যান। এতদিন পর জেতা ট্রফি ফিরে পেতে এসিসিকে চিঠি দিয়ে জানায় বিসিসিআই। তবে জবাবে এসিসি যা জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত কি সিদ্ধান্ত নেয়, সেদিকে সবার নজর থাকবে।