০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশের হাপুরে বৈদ্যুতিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হত কমপক্ষে ৯, আহত ১৯  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 73

পুবের কলম, ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৯ জন। আহত ১৯। হতা-হতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার উত্তরপ্রদেশের হাপুরে একটি বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাপুরের ধৌলানা শিল্প এলাকায় এই রাসায়নিক কারখানার বয়লারে বিস্ফোরণের জেরে এই ঘটনা প্রাথমিকভাবে অনুমান পুলিশের।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দ্রুতগতিতে উদ্ধারকাজ শুরু করে দমকলের কর্মীরা। তবে কারখানার ভিতরে বহু শ্রমিকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ট্যুইট করে মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন। জেলা প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

প্রধানমন্ত্রী মন্ত্রক থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, হাপুরের কেমিক্যাল কারখানায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। রাজ্য সরকার অবিলম্বে আহতদের চিকিৎসা এবং অন্যান্য সম্ভাব্য সহায়তায় নিযুক্ত রয়েছে।

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

এ প্রসঙ্গে হাপুরের আই জি প্রবীণ কুমার জানান, ‘হাপুরে বৈদ্যুতিন যন্ত্রাদি  তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ৮ জনের। জখম আরও ১৫ জন। তাঁদের চিকিৎসা চলছে। তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন ঘটনাস্থলে যান হাপুরের জেলা শাসক। জেলাশাসক মেঘা রূপম বলেন, অন্যান্য আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সমস্ত উদ্ধারকাজের তদারকিতে রয়েছেন। মেঘা রূপম আরও জানিয়েছেন, আমাদের লক্ষ্য দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশের হাপুরে বৈদ্যুতিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হত কমপক্ষে ৯, আহত ১৯  

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৯ জন। আহত ১৯। হতা-হতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার উত্তরপ্রদেশের হাপুরে একটি বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাপুরের ধৌলানা শিল্প এলাকায় এই রাসায়নিক কারখানার বয়লারে বিস্ফোরণের জেরে এই ঘটনা প্রাথমিকভাবে অনুমান পুলিশের।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দ্রুতগতিতে উদ্ধারকাজ শুরু করে দমকলের কর্মীরা। তবে কারখানার ভিতরে বহু শ্রমিকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ট্যুইট করে মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন। জেলা প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

প্রধানমন্ত্রী মন্ত্রক থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, হাপুরের কেমিক্যাল কারখানায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। রাজ্য সরকার অবিলম্বে আহতদের চিকিৎসা এবং অন্যান্য সম্ভাব্য সহায়তায় নিযুক্ত রয়েছে।

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

এ প্রসঙ্গে হাপুরের আই জি প্রবীণ কুমার জানান, ‘হাপুরে বৈদ্যুতিন যন্ত্রাদি  তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ৮ জনের। জখম আরও ১৫ জন। তাঁদের চিকিৎসা চলছে। তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন ঘটনাস্থলে যান হাপুরের জেলা শাসক। জেলাশাসক মেঘা রূপম বলেন, অন্যান্য আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সমস্ত উদ্ধারকাজের তদারকিতে রয়েছেন। মেঘা রূপম আরও জানিয়েছেন, আমাদের লক্ষ্য দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।