০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বছরের শেষ মন কি বাত,মোদি ছুঁলেন ওমিক্রন থেকে পরীক্ষা পে চর্চা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 28

পুবের কলম ওয়েবডেস্কঃ  বছরের শেষ মন কি বাতেও ওমিক্রন পরিস্থিতিকেই বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার সকাল ১১টায় ২০২১ এর শেষ মন কি বাত সম্প্রচারিত হয়।এটি ছিল চলতি বছরের শেষ তথা ৮৪ তম পর্ব।

 

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

এই  দিনের অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বলেন, “আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন ২০২১ সালকে বিদায় জানিয়ে, ২০২২ সালকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা। আসুন এই সময়ে দাঁড়িয়েই আমরা শপথ নিই যে আরও ভাল কিছু করার, আগামী বছর যাতে আরও ভাল হয় এং আমরাও যাতে নিজেদের আরও ভাল করে তুলতে পারি, সেই প্রচেষ্টাই চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এইদিন প্রধানমন্ত্রী আরও বলেন “আমাদের দেশ আজ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এটা কেবল মিলিত জনশক্তির জন্যই সম্ভব হয়েছে”

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

এইদিন প্রধানমন্ত্রী বলেন করোনা কালে গোটা দেশ একটি পরিবারের মত দাঁড়িয়েছিল, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন  প্রবেশ করেছে এই সময় আমাদের অতি  সতর্ক থাকতে হবে। সর্বক্ষণ করোনা বিধি মেনে চলতে হবে। নতুন বছরের প্রবেশদ্বারে দাড়িয়েও আমাদের শপথ নিতে হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের।

এর পাশাপাশি বছরের  শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী জানিয়েদেন ২০২২ সালেও  পড়ুয়াদের জন্য পরীক্ষা পে চর্চা আয়োজন করা হবে বলে জানান মোদি ।

এইদিন মোদি কপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ নিহত ১৩ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধাও জানান। কপ্টার দুর্ঘটনায় মৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং- এর কথাও আলাদা ভাবে বলেন।

মোদি বলেন চলতি বছরের অগস্ট মাসেই শৌর্য চক্র পান ক্যাপ্টেন বরুণ। এর পর নিজের স্কুলের প্রিন্সিপালকে যে চিঠি সদ্য প্রয়াত  বরুণ লিখেছিলেন, তার ভাষা স্বয়ং প্রধানমন্ত্রীকেও ছুঁয়ে গিয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বছরের শেষ মন কি বাত,মোদি ছুঁলেন ওমিক্রন থেকে পরীক্ষা পে চর্চা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  বছরের শেষ মন কি বাতেও ওমিক্রন পরিস্থিতিকেই বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার সকাল ১১টায় ২০২১ এর শেষ মন কি বাত সম্প্রচারিত হয়।এটি ছিল চলতি বছরের শেষ তথা ৮৪ তম পর্ব।

 

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

এই  দিনের অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বলেন, “আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন ২০২১ সালকে বিদায় জানিয়ে, ২০২২ সালকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা। আসুন এই সময়ে দাঁড়িয়েই আমরা শপথ নিই যে আরও ভাল কিছু করার, আগামী বছর যাতে আরও ভাল হয় এং আমরাও যাতে নিজেদের আরও ভাল করে তুলতে পারি, সেই প্রচেষ্টাই চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এইদিন প্রধানমন্ত্রী আরও বলেন “আমাদের দেশ আজ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এটা কেবল মিলিত জনশক্তির জন্যই সম্ভব হয়েছে”

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

এইদিন প্রধানমন্ত্রী বলেন করোনা কালে গোটা দেশ একটি পরিবারের মত দাঁড়িয়েছিল, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন  প্রবেশ করেছে এই সময় আমাদের অতি  সতর্ক থাকতে হবে। সর্বক্ষণ করোনা বিধি মেনে চলতে হবে। নতুন বছরের প্রবেশদ্বারে দাড়িয়েও আমাদের শপথ নিতে হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের।

এর পাশাপাশি বছরের  শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী জানিয়েদেন ২০২২ সালেও  পড়ুয়াদের জন্য পরীক্ষা পে চর্চা আয়োজন করা হবে বলে জানান মোদি ।

এইদিন মোদি কপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ নিহত ১৩ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধাও জানান। কপ্টার দুর্ঘটনায় মৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং- এর কথাও আলাদা ভাবে বলেন।

মোদি বলেন চলতি বছরের অগস্ট মাসেই শৌর্য চক্র পান ক্যাপ্টেন বরুণ। এর পর নিজের স্কুলের প্রিন্সিপালকে যে চিঠি সদ্য প্রয়াত  বরুণ লিখেছিলেন, তার ভাষা স্বয়ং প্রধানমন্ত্রীকেও ছুঁয়ে গিয়েছিল।