০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, উত্তপ্ত কোচবিহার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 94

পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ। কনভয়ে লক্ষ্য করে ছোড়া হল পাথর। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শনিবার গোটা ঘটনা ঘিরে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটার বাসন্তী। কোচবিহারের দিনহাটার অন্তর্গত বুড়িরহাট এলাকায় মন্ত্রীর জনসংযোগ কর্মসূচি ছিল। আজ সেখানেই চলল গুলি, বোমাবাজি।

অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর রাগের বহিঃপ্রকাশ থেকেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ঘটনায় নিশীথ প্রামাণিক বলেন, একজন মন্ত্রীর জীবন যেখানে সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারে। এই ঘটনাই দেখিয়ে দিচ্ছে গণতন্ত্র পুরো ভেঙে পড়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্পূর্ণ নিরাপদেই রয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক বিশৃঙ্খলা সামলে নিয়ে তিনি মিছিলও করেছেন। কিন্তু পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশ–সিআইএসএফের নিরাপত্তা বলয় ভেঙে কেমন করে গুলি, বোমা চলল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করেন। বিএসএফ-এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে নিশীথ প্রামাণিককে নিশানা করে ম্যারাথন তোপ দাগেন অভিষেক।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, উত্তপ্ত কোচবিহার

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ। কনভয়ে লক্ষ্য করে ছোড়া হল পাথর। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শনিবার গোটা ঘটনা ঘিরে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটার বাসন্তী। কোচবিহারের দিনহাটার অন্তর্গত বুড়িরহাট এলাকায় মন্ত্রীর জনসংযোগ কর্মসূচি ছিল। আজ সেখানেই চলল গুলি, বোমাবাজি।

অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর রাগের বহিঃপ্রকাশ থেকেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ঘটনায় নিশীথ প্রামাণিক বলেন, একজন মন্ত্রীর জীবন যেখানে সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারে। এই ঘটনাই দেখিয়ে দিচ্ছে গণতন্ত্র পুরো ভেঙে পড়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্পূর্ণ নিরাপদেই রয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক বিশৃঙ্খলা সামলে নিয়ে তিনি মিছিলও করেছেন। কিন্তু পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশ–সিআইএসএফের নিরাপত্তা বলয় ভেঙে কেমন করে গুলি, বোমা চলল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করেন। বিএসএফ-এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে নিশীথ প্রামাণিককে নিশানা করে ম্যারাথন তোপ দাগেন অভিষেক।