১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনের আবেদন খারিজ, ফের জেল হেফাজত পার্থর

পুবের কলম ওয়েবডেস্ক: ফের জেল হেফাজত পার্থর। আদালতে জামিনের আবেদন খারিজ। ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে  পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতের বিচারক এমনই রায় দিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জন শিক্ষাকর্তারও জেল হেফাজত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

 

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

‘আমি একটা টাকাও নিইনি।’ ফের একবার আদালতে দাঁড়িয়ে মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি। চলছে সিবিআই তদন্তে। বৃহস্পতিবার তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আদালতে তোলা হয়।

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত

 

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের

এজলাসে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে পার্থ বলেন, “আমি একটা টাকাও নিইনি। এক টাকাও আমার থেকে উদ্ধার হয়নি।” যদিও তাঁর জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। পালটা প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, “অযোগ্য চাকরিপ্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী? আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরে ফিরে যাব না! আর কতদিন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সময় নেবে সিবিআই?”

 

৫ জানুয়ারি পার্থ সহ নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর বিশেষ আদালত। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শর্তসাপেক্ষে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে সিবিআই আদালতে ‘প্রভাবশালী’ তকমা এবং তথ্য প্রমাণ লোপাট হতে পারে সেই ইস্যুকে সামনে রেখে জামিনের বিরোধিতা করে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিনের আবেদন খারিজ, ফের জেল হেফাজত পার্থর

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের জেল হেফাজত পার্থর। আদালতে জামিনের আবেদন খারিজ। ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে  পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতের বিচারক এমনই রায় দিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জন শিক্ষাকর্তারও জেল হেফাজত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

 

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

‘আমি একটা টাকাও নিইনি।’ ফের একবার আদালতে দাঁড়িয়ে মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি। চলছে সিবিআই তদন্তে। বৃহস্পতিবার তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আদালতে তোলা হয়।

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত

 

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের

এজলাসে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে পার্থ বলেন, “আমি একটা টাকাও নিইনি। এক টাকাও আমার থেকে উদ্ধার হয়নি।” যদিও তাঁর জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। পালটা প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, “অযোগ্য চাকরিপ্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী? আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরে ফিরে যাব না! আর কতদিন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সময় নেবে সিবিআই?”

 

৫ জানুয়ারি পার্থ সহ নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর বিশেষ আদালত। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শর্তসাপেক্ষে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে সিবিআই আদালতে ‘প্রভাবশালী’ তকমা এবং তথ্য প্রমাণ লোপাট হতে পারে সেই ইস্যুকে সামনে রেখে জামিনের বিরোধিতা করে।