বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 75
পুবের কলম প্রতিবেদক: জয়ের জন্য বাংলাদেশের মহিলা দলের তখন দরকার ছিল ৯ বলে ১০ রান। হাতে জমা ছিল ৬ উইকেট। এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও দলকে জেতাতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। পরপর ৫ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে মাত্র ২ রান জমা করতে সমর্থ হয়। তাতেই শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্য হারে আইসিসি মেয়েদের বিশ্বকাপ থেকে বিদায়ও বাংলাদেশের মহিলা দল। নভি মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ৭ রানের নাটকীয় জয় পেয়েছে লঙ্কানরা। টস জিতে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে শ্রীলঙ্কা ২০২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৫ রান শেষ হয় বাংলাদেশের ইনিংস। এতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল বাংলাদেশ। ছয় ম্যাচে পঞ্চম হারে ২ পয়েন্ট তিনি তারা থাকল পয়েন্ট তালিকার সাতে। সেখানে বাঁচা-মরার লড়াইয়ে জিতে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে বাংলাদেশের ঠিক উপরেই।