পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। থাইল্যান্ডে গেছেন বলেই খবর।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তার ছেলে ও শ্যালকও দেশ ছেড়েছেন।
































