২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আপ বিজেপির সংঘাতের জের! দ্বিতীয়বারের মতো মুলতুবি হয়ে গেল মেয়র নির্বাচন প্রক্রিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 86

পুবের কলম ওয়েবডেস্ক: আপ বিজেপির সংঘাতের জের! ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া। ভোটগ্রহণ পর্ব  শুরুর আগেই বিজেপির কাউন্সিলারদের স্লোগানের পাল্টা স্লোগানে উতপ্ত হয়ে যায় সভাকক্ষ।  পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তারপরেই এদিনের অধিবেশন মুলতুবি করেন প্রোটেম স্পিকার।  এই নিয়ে দ্বিতীয় বারের জন্য স্থগিত হয়ে যায় মেয়র  নির্বাচন প্রক্রিয়া। এক মাসেরও বেশি আগে নির্বাচনের ফল বের হওয়ার পরও, দিল্লির মেয়র এবং ডেপুটি মেয়রের আসন ফাঁকাই রয়েছে।

উল্লেখ্য, ৬ জানুয়ারির পর মঙ্গলবারেও ফের সত্যা শর্মা ১০ মনোনীত কাউন্সিলরকে আগে শপথ গ্রহণের জন্য ডাকে। তাঁদের শপথগ্রহণ হয়। তারপর নির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এরপর, মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের আগে ১৫ মিনিটের জন্য অধিবেশন স্থগিত ছিল।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

সূত্রের খবর অনুসারে, সেই সময় কয়েকজন বিজেপি কাউন্সিলর ‘মোদি মোদি’ স্লোগান দিতে শুরু করে। তাঁর সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করে বলে অভিযোগ। এবং আপ কাউন্সিলরদের বেঞ্চের সামনে  গিয়ে তারা এহেন কর্মকাণ্ড করতে থাকে বলে জানা গেছে।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

কিন্তু এই সময় আপ কাউন্সিলর মুকেশ গোয়েলের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। ‘ভোট দেওয়ার যোগ্য নন এমন ব্যক্তিরা যেন সভাকক্ষে না থাকেন, সেই দাবি করেন তিনি। আপ কাউন্সিলরের এ হেন মন্তব্য মন্তব্য ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় সভাকক্ষে। বচসায় জড়িয়ে পড়ে আপ- বিজেপির কাউন্সিলাররা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্বিতীয়বারের মতো এদিন মেয়র নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপ বিজেপির সংঘাতের জের! দ্বিতীয়বারের মতো মুলতুবি হয়ে গেল মেয়র নির্বাচন প্রক্রিয়া

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আপ বিজেপির সংঘাতের জের! ফের ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া। ভোটগ্রহণ পর্ব  শুরুর আগেই বিজেপির কাউন্সিলারদের স্লোগানের পাল্টা স্লোগানে উতপ্ত হয়ে যায় সভাকক্ষ।  পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তারপরেই এদিনের অধিবেশন মুলতুবি করেন প্রোটেম স্পিকার।  এই নিয়ে দ্বিতীয় বারের জন্য স্থগিত হয়ে যায় মেয়র  নির্বাচন প্রক্রিয়া। এক মাসেরও বেশি আগে নির্বাচনের ফল বের হওয়ার পরও, দিল্লির মেয়র এবং ডেপুটি মেয়রের আসন ফাঁকাই রয়েছে।

উল্লেখ্য, ৬ জানুয়ারির পর মঙ্গলবারেও ফের সত্যা শর্মা ১০ মনোনীত কাউন্সিলরকে আগে শপথ গ্রহণের জন্য ডাকে। তাঁদের শপথগ্রহণ হয়। তারপর নির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এরপর, মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের আগে ১৫ মিনিটের জন্য অধিবেশন স্থগিত ছিল।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

সূত্রের খবর অনুসারে, সেই সময় কয়েকজন বিজেপি কাউন্সিলর ‘মোদি মোদি’ স্লোগান দিতে শুরু করে। তাঁর সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করে বলে অভিযোগ। এবং আপ কাউন্সিলরদের বেঞ্চের সামনে  গিয়ে তারা এহেন কর্মকাণ্ড করতে থাকে বলে জানা গেছে।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

কিন্তু এই সময় আপ কাউন্সিলর মুকেশ গোয়েলের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। ‘ভোট দেওয়ার যোগ্য নন এমন ব্যক্তিরা যেন সভাকক্ষে না থাকেন, সেই দাবি করেন তিনি। আপ কাউন্সিলরের এ হেন মন্তব্য মন্তব্য ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় সভাকক্ষে। বচসায় জড়িয়ে পড়ে আপ- বিজেপির কাউন্সিলাররা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্বিতীয়বারের মতো এদিন মেয়র নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের