১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও

চামেলি দাস
  • আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার
  • / 139

পুবের কলম ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। সোমবার বিধানসভা ফের উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় তুমুল হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। এরপর বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিজেপির শিক্ষক সেলের বিধায়করা বিধানসভা মুলতুবির প্রস্তাব জমা দেন। রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ কী, তা নিয়েও বিধানসভায় আলোচনা চান গেরুয়া শিবিরের বিধায়করা।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের জানান,  এই বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়।  বিজেপি দাবি করে এমন একাধিক বিচারাধীন বিষয় নিয়ে অতীতে বিধানসভায় কথা হয়েছে। তাই এক্ষেত্রে আপত্তি কীসের তা নিয়ে প্রশ্ন করে বিজেপি বিধায়করা।  এরপর তাঁরা স্লোগান দিতে থাকেন। সেইসঙ্গে চলে চিৎকার।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

এরপর বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপি বিধায়করা হই হট্টগোল করতে শুরু করেন। এরপরই মনোজ ওঁরাওকে সাসপেন্ড করা হয়। বিধায়কের দাবি, মার্শাল ডেকে তাঁকে বের করে দেওয়া হয়। তবে কতদিনের জন্য সাসপেনশন, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সামনে রাখা তুলসি গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে গেলেই সাসপেন্ড করে মুখ বন্ধ করা হচ্ছে। ফলে এদিন সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। সোমবার বিধানসভা ফের উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় তুমুল হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। এরপর বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিজেপির শিক্ষক সেলের বিধায়করা বিধানসভা মুলতুবির প্রস্তাব জমা দেন। রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ কী, তা নিয়েও বিধানসভায় আলোচনা চান গেরুয়া শিবিরের বিধায়করা।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের জানান,  এই বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়।  বিজেপি দাবি করে এমন একাধিক বিচারাধীন বিষয় নিয়ে অতীতে বিধানসভায় কথা হয়েছে। তাই এক্ষেত্রে আপত্তি কীসের তা নিয়ে প্রশ্ন করে বিজেপি বিধায়করা।  এরপর তাঁরা স্লোগান দিতে থাকেন। সেইসঙ্গে চলে চিৎকার।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

এরপর বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপি বিধায়করা হই হট্টগোল করতে শুরু করেন। এরপরই মনোজ ওঁরাওকে সাসপেন্ড করা হয়। বিধায়কের দাবি, মার্শাল ডেকে তাঁকে বের করে দেওয়া হয়। তবে কতদিনের জন্য সাসপেনশন, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সামনে রাখা তুলসি গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে গেলেই সাসপেন্ড করে মুখ বন্ধ করা হচ্ছে। ফলে এদিন সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না